কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এদিন যদুবাবুর বাজারে পেঁয়াজ নিয়ে যত অভিযোগ শুনেছেন, মুখ্যমন্ত্রীর ক্ষোভের পারদ ততই চড়েছে। মূল্যবৃদ্ধিতে মানুষের নাজেহাল দশার জন্য তাঁর যাবতীয় ক্ষোভ জমা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। এর জবাব তিনি দিয়েছেন খড়্গপুরে পৌঁছে। জনসভায় দাঁড়িয়ে সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলে তাঁর আক্রমণ, পেঁয়াজের মূল্যবৃদ্ধির দায় সম্পূর্ণ কেন্দ্রের। আমরা কেজিতে ৫০ টাকা ভর্তুকি দিয়ে যতটা পারছি, পেঁয়াজ দিচ্ছি। হিল্লি দিল্লি কোথায় এটা হচ্ছে দেখাতে পারবেন? মূল্যবৃদ্ধি কেন্দ্রের বিষয়। ক’টা মিটিং ওরা করেছে, কী ব্যবস্থা নিয়েছে দেখান।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশন দোকান থেকেও কিন্তু পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গিয়েছে। সোমবার ৪১৮টি রেশন দোকানে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়। এর মধ্যে উত্তর কলকাতায় ২৪০টি এবং দক্ষিণ কলকাতায় ১৬৮টি রেশন দোকান ছিল। এই রেশন দোকানগুলির প্রতিটিতে এদিন কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে ৮০ কেজি করে পেঁয়াজ সরবরাহ করা হয়। পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যদুবাবুর বাজার থেকে নির্দেশ দেওয়ার পর বিকেল চারটেয় সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল চলে আসে ওই বাজারের সামনে। সরকারের সেই স্টল থেকে বিকেলে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়। বহু মানুষ লাইন দিয়ে পেঁয়াজ কেনেন। এদিন পেঁয়াজের পাইকারি বাজারদর ছিল কেজি প্রতি ৮৫ টাকা। রবিবার যা ছিল ১০০ থেকে ১০৫ টাকা। নাসিক থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে বিদেশ থেকেও পেঁয়াজ চলে আসবে। দু’-তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও অনেকটাই কমে যাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল।
এদিন যদুবাবুর বাজার পরির্দশনের পর খড়্গপুরে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৩১টি সুফল বাংলার স্টলে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি থাকলেও পেঁয়াজ দেয়নি। তাই টান পড়েছে। এদিন থেকে ৪৩০টি খাদ্যসাথী ডিলার এবং ১০৫টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল থেকে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। দেড় থেকে দু’হাজার জায়গায় ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার আরও বেশি সংখ্যক রেশন দোকানে পেঁয়াজ বিক্রি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।