Bartaman Patrika
রাজ্য
 

 লগ্নি নিয়ে আলোচনা দিল্লিতে
৩০ রাষ্ট্রদূতের সঙ্গে কাল
বৈঠক অমিত মিত্রের

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১৯ নভেম্বর: বাংলায় বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার, ২১ নভেম্বর দিল্লিতে প্রায় ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র ওই বৈঠকে সভাপতিত্ব করবেন। বাংলায় বিনিয়োগের উদ্দেশ্যে দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি এবার বিদেশিদেরও আগ্রহী করে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বণিকসভা ফিকিও। তারাই পশ্চিমবঙ্গের জন্য আয়োজন করেছে এই বিনিয়োগ সংক্রান্ত আলোচনার। দিল্লির ওই বৈঠকে ফিকি’র প্রাক্তন সভাপতি ওয়াই কে মোদি বাংলায় বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতদের উৎসাহিত করবেন। আর অমিত মিত্র রাষ্ট্রদূতদের বোঝাবেন, কেন অন্য রাজ্যের তুলনায় বাংলাই বিনিয়োগের জন্য বেশি উপযুক্ত। বলবেন, যোগ্য শ্রমিক থেকে সরকারি সুবিধা, বাংলায় সবই মিলবে অনায়াসে। শিল্প বিনিয়োগের জন্য জমিও রয়েছে মজুত। সরকার সুবিধা দেবে উপযুক্ত পরিকাঠামোর। আগামী ১১ এবং ১২ ডিসেম্বর দীঘার কনভেনশন সেন্টারে বসছে বেঙ্গল বিজনেস কনক্লেভ। কার্যত তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার নয়াদিল্লির এক হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
সিঙ্গুর পর্বের জেরে বিদেশিদের মনে বাংলায় বিনিয়োগের ব্যাপারে যাতে কোনও আশঙ্কা না থাকে, তারই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উদ্যোগ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, বিনিয়োগ টানার লক্ষ্যে ৬০টি দেশের রাষ্ট্রদূতের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে, ইতালি, থাইল্যান্ড, ফ্রান্স, ইজরায়েল, জাপান ও ভুটানের মতো প্রায় ৩০টি দেশ উপস্থিত থাকবে বলে ইতিমধ্যেই জানিয়েছে। রাষ্ট্রদূতদের এই ইতিবাচক মনোভাবে রাজ্য সরকার অত্যন্ত খুশি। রাজ্য মনে করছে, আগামী দু’দিনে আরও কয়েকটি দেশের পক্ষ থেকে দিল্লির ওই বৈঠকে যোগদানের নিশ্চিত বার্তা এসে যাবে।
একইসঙ্গে জিএসটি সংগ্রহ অত্যন্ত কমে যাওয়ায় কেন্দ্রকেও এক হাত নিয়েছেন বাংলার অর্থমন্ত্রী। বারবার সতর্ক করা সত্ত্বেও জিএসটি জালিয়াতি রুখতে মোদি সরকার উপযুক্ত পদক্ষেপ নেয়নি। তারই জেরে জিএসটি সংগ্রহ কম হচ্ছে বলে দাবি অমিত মিত্রের। এই মর্মে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দিয়েছেন। জিএসটি জালিয়াতি যে হয়েছে, তা রাজ্যসভায় অর্থমন্ত্রক স্বীকার করে নিয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, সরকারই বলছে গত দু’বছরে ৪৪ হাজার ৪৬৬ কোটি টাকার জিএসটি জালিয়াতি হয়েছে। এরপরেও তা আটকাতে কোনও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দ্রুত এই ব্যাপারে আলোচনা চেয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন তিনি। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে গোটা দেশে জিএসটি সংগ্রহ হয়েছে মাত্র ৯১ হাজার ৯১৬ কোটি টাকা। যা গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে কম তো বটেই, গত ১৯ মাসের মধ্যে সবচেয়ে কম। কেবল সেপ্টেম্বরই নয়। গতবারের তুলনায় অক্টোবরেও জিএসটি সংগ্রহ কম হয়েছে। ২০১৮-র অক্টোবরে যেখানে ১ লক্ষ ৭১০ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছিল, এবার তা হয়েছে ৯৫ হাজার ৩৮০ কোটি টাকা।

রাজ্যে নাগরিকত্ব সংশোধনীও
করতে দেব না, হুঙ্কার মমতার

দেবাঞ্জন দাস, গঙ্গরামপুর ও মালদহ: জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এই রাজ্যে নৈব নৈব চ। গত কয়েক মাস ধরে বারবার এহেন প্রত্যয়ী সঙ্কল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের জন্য এবার মমতার হুঙ্কার, এই বাংলায় নাগরিকত্ব সংশোধনী বিলও তিনি লাগু করতে দেবেন না। তাঁর কথায়, এনআরসি’র ভয়াবহতা আর ভিটেমাটি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা অসমে স্পষ্ট হয়েছে হিন্দুদের কাছেও। সন্ত্রস্ত হিন্দুদের ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভকে বিপথে চালিত করতে এখন নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের চলতি শীতকালীন অধিবেশনে পাশ করানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিশদ

আলুর দাম কমাতে এমাসেই
হিমঘর খালি করার নির্দেশ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘরে সংরক্ষিত সব আলু বের করে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হল। কৃষি বিপণন দপ্তরের ওই নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আলু বের না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশদ

নামছে পারদ, রাজ্যে
হাল্কা শীতের আমেজ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুলবুল সরে যেতেই হিমেল হাওয়া বইতে শুরু করেছে। নামতে শুরু করেছে পারদ। আপাতত পরিস্থিতি এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পারদ সামান্য নামতে পারে বলে আশাবাদী তারা। বিশদ

বউবাজার বিস্ফোরণ মামলা
রশিদ-সঙ্গী খালিদের মুক্ত কারাগারে যাওয়ার আর্জি খারিজ লালবাজারে

সুজিত ভৌমিক, কলকাতা: সাট্টা ডন রশিদ খানের সঙ্গী তথা বউবাজার বিস্ফোরণ মামলায় টাডা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহম্মদ খালিদের আর্জি খারিজ করে দিল লালবাজার। খালিদ মুক্ত কারাগারে যাওয়ার আবেদন করেছিল।
বিশদ

  ডেঙ্গু সন্দেহ হলেই সরকারি হাসপাতালে যান, পরামর্শ মমতার

 দেবাঞ্জন দাস, মালদহ: ডেঙ্গু আক্রান্ত, সন্দেহ হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই পরামর্শ? তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, অনেক জায়গায় পর্যাপ্ত পরিকাঠামো নেই। বিশদ

পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ ঘিরে অভিযোগের চাপানউতোর হাইকোর্টে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ পেরিয়ে গেলেও বিকাশ ভবনের অদূরে পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা স্মারকলিপি দিয়ে সরকারিভাবে অভিযোগ পেশ করতে চাইলেও মন্ত্রীর সাড়া মেলেনি। বিশদ

সন্তুষ্ট না হলে রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য
গণপিটুনি বিল নিয়ে ফের বিধানসভার সচিবালয়ের ব্যাখ্যা তলব রাজ্যপালের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে রাজ্য বিধানসভায় পেশ ও পাশ করানো গণপিটুনি প্রতিরোধ বিলের ভবিষ্যৎ নিয়ে ধন্দ যথারীতি বর্তমান। আইনি বিতর্ক দূর করতে রাজ্যপাল জগদীপ ধনকার নতুন করে বিধানসভার সচিবালয়ের কাছে ব্যাখ্যা তলব করায় কার্যত এই বিল নিয়ে এখন জটিলতা আরও ঘনীভূত হয়েছে। বিশদ

ধীরে ধীরে মেটানো হবে দাবি: পার্থ
পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ ঘিরে অভিযোগের চাপানউতোর হাইকোর্টে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ পেরিয়ে গেলেও বিকাশ ভবনের অদূরে পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা স্মারকলিপি দিয়ে সরকারিভাবে অভিযোগ পেশ করতে চাইলেও মন্ত্রীর সাড়া মেলেনি। অন্যদিকে রাজ্যের বক্তব্য, শিক্ষা দপ্তরের ‘রিসিভিং সেকশন’ তা নিতে তৈরি। বিশদ

রাজ্যের প্রতি কোনও অবিচার হতে দেবেন না, আশ্বাস রাজ্যপালের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলাকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রেস বিবৃতি জারি করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। ২০১৩ সালের উচ্চশিক্ষা দপ্তরের একটি চিঠিকে উদ্ধৃত করে তিনি বলেছেন, জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষায় রাজ্য অংশগ্রহণ করবে না।
বিশদ

১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো শাস্তিযোগ্য অপরাধ

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা, ১০০ দিনের কাজে যুক্ত শ্রমিকরা ছাড়া অন্য কারও অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না। যদি কখনও এভাবে টাকা পাঠানো হয়, তাহলে তা হবে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পঞ্চায়েত দপ্তর থেকে প্রকাশিত ১০০ দিনের কাজ নিয়ে গাইডলাইনের ২১ নম্বর ধারায় পরিষ্কারভাবে তা উল্লেখ করা আছে। বিশদ

সরকারপক্ষের নিশানায় কি রাজভবন, উঠছে প্রশ্ন

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান দিবস পালনে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। আগামী ২৬ নভেম্বর থেকে দু’দিনের এই বিশেষ অধিবেশনে আমন্ত্রিত বক্তারা যোগ দেবেন। তবে, রাজ্যপাল তথা রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকারকে অধিবেশনে ডাকা হবে কি না, তা স্পষ্ট নয়। বিশদ

ছাত্রযুব বিজ্ঞান মেলায় পুরস্কার পেল ডলফিন রক্ষার মডেল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে তিনদিনের রাজ্য ছাত্রযুব বিজ্ঞান মেলা মঙ্গলবার শেষ হল। কলকাতা ও জেলাগুলি থেকে মোট ১৮৫টি স্কুল ও কলেজের ছাত্রছাত্রী বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর তাঁদের তৈরি মডেল প্রদর্শন করেন এই মেলায়। বিশদ

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালিত

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের ঐক্য ও সংহতি রক্ষায় তাঁর অবদান ইতিহাসে পাকা জায়গা করে নিয়েছে। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৩ তম জন্মদিবস পালন অনুষ্ঠানে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর মতে, নরেন্দ্র মোদির আমলে দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা চলছে। বিশদ

যৌথ কর্মসূচির লক্ষ্যে বাম ও কংগ্রেসের যুব নেতৃত্ব বৈঠকে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রমিক ফ্রন্টে যৌথ কর্মসূচি অনেকদিন আগেই শুরু হয়েছিল। বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে উভয়পক্ষের মধ্যে হালে নতুন করে বাম ও কংগ্রেসের মধ্যে তালমিল ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার উভয় শিবিরের যুব সংগঠনগুলি নিজেদের মধ্যে সেতুবন্ধনের কাজে নেমে পড়ল।
বিশদ

Pages: 12345

একনজরে
 ওয়াশিংটন, ১৯ নভেম্বর (পিটিআই): এক মার্কিন তরুণীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি এক ভারতীয়ের বিরুদ্ধে। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার সময় ওই মহিলাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, কাঁথি: আস্তাকুঁড় থেকে উদ্ধার হওয়া শিশুকন্যা পূর্ব মেদিনীপুরের কাঁথির ফরিদপুরের হোম থেকে নতুন বাবা¬-মায়ের হাত ধরে পাড়ি দিল সুদূর স্পেনের বার্সেলোনায়।  ...

বিএনএ, জলপাইগুড়ি: ব্যারাকপুরে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জলপাইগুড়ি শহর থেকে গ্রেপ্তার করা হল একজনকে। মঙ্গলবার পিন্টু শর্মা নামে ওই অভিযুক্তকে জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হয়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫০- মহীশূরের শাসক টিপু সুলতানের জন্ম
১৯১০- রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের মৃত্যু
১৯১৭- কলকাতায় প্রতিষ্ঠা হল বোস রিসার্চ ইনস্টিটিউট
১৯৫৫- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পক্ষে টেস্টে প্রথম দ্বিশতরান করলেন পলি উমরিগড় 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭৩.৫০ টাকা
পাউন্ড ৯১.০২ টাকা ৯৫.৪১ টাকা
ইউরো ৭৭.৮১ টাকা ৮১.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ অগ্রহায়ণ ১৪২৬, ২০ নভেম্বর ২০১৯, বুধবার, অষ্টমী ১৯/২৩ দিবা ১/৪১। মঘা ৩৫/২১ রাত্রি ৮/৪। সূ উ ৫/৫৬/৪, অ ৪/৪৮/১০, অমৃতযোগ দিবা ৬/৪০ মধ্যে পুনঃ ৭/২৩ গতে ৮/৬ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/২৮ মধ্যে। রাত্রি ৫/৪১ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৯ মধ্যে, বারবেলা ৮/৪০ গতে ১০/১ মধ্যে পুনঃ ১১/২২ গতে ১২/৪৪ মধ্যে, কালরাত্রি ২/৩৯ গতে ৪/১৮ মধ্যে। 
৩ অগ্রহায়ণ ১৪২৬, ২০ নভেম্বর ২০১৯, বুধবার, অষ্টমী ১৪/২/৪২ দিবা ১১/৩৫/৪। মঘা ৩২/১৪/২৪ রাত্রি ৬/৫১/৪৫, সূ উ ৫/৫৭/৫৯, অ ৪/৪৮/৯, অমৃতযোগ দিবা ৬/৫১ মধ্যে ও ৭/৩৪ গতে ৮/১৬ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৩২ মধ্যে এবং রাত্রি ৫/৪১ গতে ৬/৩৪ মধ্যে ও ৮/২১ গতে ৩/২৮ মধ্যে, বারবেলা ১১/২৩/৬ গতে ১২/৪৪/২২ মধ্যে, কালবেলা ৮/৪০/৩২ গতে ১০/১/৪৯ মধ্যে, কালরাত্রি ২/৪০/৩২ গতে ৪/১৯/১৬ মধ্যে।  
২২ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। বৃষ: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ...বিশদ

07:11:04 PM

গোটা দেশে এনআরসি হবে: অমিত শাহ 
গোটা দেশে এনআরসি হবে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ...বিশদ

04:31:00 PM

পর্ণশ্রীতে গ্যাস সিলিন্ডার চুরি, ধৃত ২ 

03:18:00 PM

নরেন্দ্রপুরে দম্পতির রহস্যমৃত্যু 
নরেন্দ্রপুরে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে নরেন্দ্রপুরের ...বিশদ

02:34:00 PM

মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী সপ্তম শ্রেণীর পড়ুয়া 
পড়াশোনা নিয়ে মায়ের বকুনির জেরে অভিমানে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর ...বিশদ

01:38:34 PM

আসানসোলে ৫ কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার 
ডাকাতির উদ্দেশ্যে জরো হওয়া পাঁচ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আরপিএফের ...বিশদ

01:32:39 PM