Bartaman Patrika
রাজ্য
 

সর্বস্তর থেকেই শোক জ্ঞাপন,
হাজির শাসক-বিরোধী সবপক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক শুভা দত্ত’র প্রয়াণে সমাজের সর্বস্তর থেকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের ঢল নেমেছে। সোমবার সকালে শুভাদেবীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বিশিষ্টজনদের কেউ হাসপাতালে, কেউ পত্রিকা ভবনে এসে শোক জানান। রাজ্যপাল জগদীপ ধনকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু মন্ত্রী ও রাজনৈতিক নেতা ছিলেন এই তালিকায়। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তাপস রায়ের মতো রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যেও হাজির ছিলেন শ্রদ্ধা জানাতে। শোক জানাতে যাঁরাই এসেছেন, তাঁরা অধিকাংশই একবাক্যে প্রয়াত শুভাদেবীর সঙ্গে তাঁদের ব্যক্তিগত স্তরে গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন দ্বিধাহীন ভাষায়।
মমতার মন্ত্রিসভার সদস্য সুব্রতবাবু বলেন, বাংলা সংবাদপত্র জগতের এক মহীরূহ ছিলেন বরুণ সেনগুপ্ত। বর্তমান পত্রিকা তৈরি এবং তাকে প্রতিষ্ঠিত করার নেপথ্যে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ২০০৮ সালে তাঁর প্রয়াণের পর ভগ্নী শুভা দত্ত দক্ষ হাতে পত্রিকাকে আরও কয়েক কদম এগিয়ে নিয়ে গিয়েছেন। বহুবার ওঁর সঙ্গে কথা হয়েছে আমার। একজন মহিলা হিসেবে পত্রিকা সম্পাদনার কাজে কোনও অসুবিধার কথা বলতে শুনিনি। তবে খবরের বাইরেও অনেক কথা বলতেন উনি। সারা দিনের রুটিন কাজের চাপের পর ওঁর সঙ্গে সেই সব কথা বলে অনেকটা রিলিফ বোধ করতাম। সুব্রতবাবুর তুলনায় বয়সে নবীন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের অনুভূতি আবার অন্যরকম। তাঁরা সকলেই প্রায় এক সুরে বলেছেন, সংবাদপত্রের সম্পাদক হিসেবে শুভাদি সাধারণত আমাদের সঙ্গে কথা বলতেন না। উনি ছিলেন অনেকটা অভিভাবকের মতো। প্রয়োজনে কখনও বকাবকিও করেছেন বড় দিদি’র মতো। ওঁর এভাবে চলে যাওয়া সত্যিই মেনে নিতে কষ্ট হচ্ছে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গেও অনেকদিনের সম্পর্ক শুভাদেবীর। কৃষ্ণাদেবী বলেন, ওঁর সঙ্গে মাঝে-মধ্যেই নানা ধরনের গল্প হতো ফোনে।
শাসক শিবিরের পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের তরফেও শোক জানানো হয় একইভাবে। প্রধান বিরোধীপক্ষ বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দূরবর্তী জেলায় কর্মসূচিতে ব্যস্ত থাকায় ব্যক্তিগতভাবে না এলেও শোকবার্তা পাঠিয়েছেন। তবে রাজ্য পার্টির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় ও সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সভাপতির তরফে পত্রিকা ভবনে এসে শুভাদেবীর মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা দু’জনেই মহিলা সম্পাদক হিসেবে শুভাদেবীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিজেপি নেতা রাহুল সিনহাও শ্রদ্ধা জানাতে এসে বলেন, শুভাদির সঙ্গে আমার নিয়মিত ফোনে কথা হতো। কয়েকবার দেখাও হয়েছে। খুব গল্প করতেন। নানা বিষয়ে জানতে চাইতেন। পুজোর আগেও কথা হয়েছে। হঠাৎ করে এভাবে যে চলে যাবেন, ভাবতেও পারছি না। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বিবৃতি জারি করে গভীর শোকপ্রকাশ করেন। বিমানবাবু বলেন, বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত বরুণ সেনগুপ্তর সঙ্গে দীর্ঘ পরিচয় ছিল। তাঁর মৃত্যুর পর শুভাদেবী পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন। সেই সুবাদে ওঁর সঙ্গেও কয়েকবার কথা হয়েছে। ওঁর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সূর্যবাবু বলেন, আমার সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে ওঁর। ওঁর জীবনাবসানে শুভাদেবীর পরিবার ও বর্তমান পত্রিকার সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি। দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বর্তমান ভবনে এসে শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা সংবাদপত্র জগতে বর্তমান পত্রিকার একটি বিশেষ স্থান আছে। শ্রদ্ধা জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও এসেছিলেন পত্রিকা ভবনে। তিনি বলেন, পক্ষে হোক বা বিপক্ষে—মতামত যাই হোক না কেন, বরুণ সেনগুপ্তর পর সত্য প্রকাশের ধারাকে শুভা দত্ত বজায় রেখেছিলেন। শোক জানিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বর্তমান ভবনে দাঁড়িয়ে বলেন, বরুণদার পর যেভাবে এই পত্রিকাকে শুভাদেবী এগিয়ে নিয়ে গিয়েছেন, বাংলা সংবাদপত্রের ইতিহাসে তা এক নজির। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, শুভাদির আকস্মিক মৃত্যুতে আমি শোকস্তব্ধ। সিপিআইয়ের রা‌‌জ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের দেবাশিস দত্ত, ক্রীড়া প্রশাসক সুব্রত দত্ত প্রমুখ শ্রদ্ধা জানান পত্রিকা ভবনে এসে।

22nd  October, 2019
রোগী পরিষেবার নিরিখে শীর্ষে পিজি, দ্বিতীয় কলকাতা মেডিক্যাল, তৃতীয় বাঁকুড়া সম্মিলনী

স্বমহিমাতেই রয়েছে পিজি হাসপাতাল। রোগী পরিষেবার বিভিন্ন সূচকে রাজ্যে তারাই এখন শীর্ষে। স্বাস্থ্যদপ্তরের দৈনিক অভ্যন্তরীণ র‌্যাঙ্কিং থেকে এই খবর জানা গিয়েছে। ‘রোগী পরিষেবা’ বলতে কোন কোন সূচকের কথা বলছে দপ্তর? বিশদ

বিজেপির প্রার্থীকে সমর্থন, বিনয়কে বহিষ্কার কংগ্রেসের

ছ’মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ। কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাং সরাসরি বিজেপিকে সমর্থন করলেন। মঙ্গলবার সকালে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেছিলেন কংগ্রেস নেতা। বিশদ

চাকরি বাতিলের রায়: আজই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রাজ্যের

ফের সুপ্রিম কোর্টে ফিরছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি চলে যেতে বসেছে। তাই যোগ্য চাকরিরতদের সুবিচারের লক্ষ্যেই হাইকোর্টের নির্দেশকে  চ্যালেঞ্জ করে আজ বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিশদ

শহরে এসে কোন পাঁচজনের সঙ্গে দেখা রাজারামের, রাজনৈতিক অভিসন্ধি! প্রশ্ন

মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী রাজারাম রেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, মেসেজ পাঠিয়ে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অভিষেকের তরফে কোনও উত্তর মেলেনি। বিশদ

রাজ্যে রাজ্যে এমপিদের নিয়ে ভোটারদের ক্ষোভ, চাপে বিজেপির শীর্ষ নেতৃত্ব

বিহার, মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। রাজ্যে রাজ্যে অসন্তোষ। এমপিদের প্রতি। মোদি হাওয়ায় ২০১৪ এবং ২০১৯ সালে জয়ী হওয়া যে এমপিরা আবার টিকিট পেয়ে  প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ভোটারদের ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে প্রচারে। বিশদ

তুলাইপাঞ্জির প্যাকেটে করে কলকাতায় ঢুকছে সুগন্ধীযুক্ত বিহারের শোভা চাল

তুলাইপাঞ্জি চালের যেমন স্বাদ, তেমন সুগন্ধ। কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে ব্যাপক চাহিদা রয়েছে জিআই স্বীকৃতি পাওয়া উত্তর দিনাজপুরের এই চালের। শহরে বসে আমরা যে তুলাইপাঞ্জি চালের ভাত খাই, তা আসল তো? এই প্রশ্নকেই উস্কে দিলেন রায়গঞ্জের চাল ব্যবসায়ী ও কৃষকদের একাংশ। বিশদ

প্রশ্ন ফাঁস? ফুড এসআই নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ, হবে সিআইডি তদন্ত

রাজ্য খাদ্যদপ্তরের সাব-ইনসপেক্টর (এসআই) পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। একইসঙ্গে এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।  বিশদ

রাজ্যে দ্বিতীয় দফার ভোট থেকেই ক্রমশ বাড়বে কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট থেকে ধাপে ধাপে বাড়বে কেন্দ্রীয় বাহিনী। দেশের বাকি অংশে ভোট শেষ হলেই বাড়তি বাহিনী এ রাজ্যে আসবে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত মিলছে। বিশদ

এসএসসি মামলায় হাইকোর্টের রায়, চাকরিহারা ২৬ হাজার

এক কথায় নজিরবিহীন। অপ্রত্যাশিতও। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার এসএসসি গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ বেঞ্চ। বিশদ

23rd  April, 2024
৪০০ উধাও, বিদ্বেষ ভাষণে মেরুকরণের হুঙ্কার মোদির

৪০০ পার নিয়ে আর উচ্চবাচ্য নেই। বরং চেনা মেরুকরণের হুঙ্কার এবার শোনা গেল নরেন্দ্র মোদির গলায়। বিদ্বেষ ভাষণে সরাসরি তিনি নিশানা করলেন দেশের সংখ্যালঘু নাগরিক এবং বিরোধীদের। বিশদ

23rd  April, 2024
মুম্বই হামলায় অন্যতম ষড়যন্ত্রী রাজারাম রেগের নজরে অভিষেকের বাড়ি-অফিস

মুম্বই হামলার মূলচক্রী লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রাজারাম রেগে তৃণমূলের  সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিস রেকি করে গিয়েছে। তৃণমূলের সেনাপতির সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছিল তাঁর পিএ’র কাছে।   বিশদ

23rd  April, 2024
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও বাড়বে, সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের

দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিনে তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়বে। সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর জেলাতে বুধ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশদ

23rd  April, 2024
বিজেপি ১০ পেরবে না: মমতা, বাংলা নিয়ে মোদিকে সরাসরি চ্যালেঞ্জ নেত্রীর

পঁয়ত্রিশ দূরঅস্ত। এই লোকসভা ভোটে বাংলায় ১০টি আসনও পাবে না বিজেপি। সোমবার রায়গঞ্জের নির্বাচনী সভায় এই ভাষাতেই সরাসরি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

23rd  April, 2024
মুম্বই হামলায় অন্যতম ষড়যন্ত্রী রাজারাম রেগের নজরে অভিষেকের বাড়ি-অফিস

মুম্বই হামলার মূলচক্রী লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রাজারাম রেগে তৃণমূলের  সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিস রেকি করে গিয়েছে। তৃণমূলের সেনাপতির সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছিল তাঁর পিএ’র কাছে। বিশদ

23rd  April, 2024

Pages: 12345

একনজরে
কেউ আছেন পাঁচ বছর, কেউ বা দশ। তাঁরা প্রত্যেকেই বারুইপুরের ‘আপনজন’ হোমের আবাসিক। প্রত্যেকেই প্রবীণ নাগরিক। তাঁদের অনেকেই পরিবার থেকে দূরে থাকেন। মাঝেমধ্যে কেউ কেউ ...

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নাইমা খাতুন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর চেয়ারে বসলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর অনুমোদনের পরই ...

মাঠের মাঝে হেলিপ্যাড তৈরি হয়েছে। প্রখর রোদে মাটি ফেটে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে সূর্যের তেজ ততই বাড়ছে। কিন্তু তাতে হেলদোল নেই মণিরা বিবি, প্রমীলা রায়, কবিতা রায়দের। ...

আট ম্যাচে পাঁচটা পরাজয়। প্লে-অফের পথ ক্রমশ কঠিন হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বহরমপুরে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

03:03:21 PM

এই নির্বাচনে বিজেপি জিতলে আর দেশে নির্বাচন হবে না: মমতা

02:49:42 PM

আদালতও কিনে নিয়েছে এরা: মমতা

02:49:12 PM

২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে কোনও সরকারি কর্মচারী বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না: মমতা

02:48:14 PM

কেউ এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না,এটাই চ্যালেঞ্জ: অভিষেক

02:47:00 PM

অধীর আজ খাচ্ছে সাইবাড়ির রক্ত মাথা ভাত: অভিষেক

02:46:00 PM