সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন। হঠকারী সিদ্ধান্তের জন্য আফশোস বাড়তে ... বিশদ
এয়ার ইন্ডিয়া সহ একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার। তার জেরে অনিশ্চিত হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ। এনিয়ে উদ্বিগ্ন মমতা বড়সড় আন্দোলনে নামার রূপরেখা তৈরি করে দিয়েছেন। ‘সেভ পাবলিক সেক্টর, সেভ ইন্ডিয়া’-র ব্যানারে আন্দোলনে নামবে তৃণমূল। মমতার ঘোষণা, ২৬ সেপ্টেম্বর কাশিপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরদিন কোল ইন্ডিয়ার দপ্তরের সামনেও একই কর্মসূচি পালিত হবে। এরপর ১৮ অক্টোবর শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত একটি মহামিছিল হবে। সেখানে হাজির থাকবেন মমতা।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা টেনে আনেন বাবুল সুপ্রিয় ও যাদবপুর প্রসঙ্গ। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখলেন তো কী হল! ওঁরা সব জায়গাতেই গা জোয়ারি করেন। তারপরই তিনি আসানসোলের ভোটারদের উদ্দেশ্য করে বলেন, ‘দিয়েছিলেন তো ভোট ঢেলে। কী পেলেন? শিল্পাঞ্চলের সংসদ সদস্য শিল্পের জন্যই কিছু করেন না’।