Bartaman Patrika
রাজ্য
 

মন্দার বাজারে কর্পোরেট ফান্ডিং শিকেয়, খরচে লাগাম টানছে পুজো কমিটিগুলি

কৌশিক ঘোষ, কলকাতা: লাখের গণ্ডি ছাড়িয়ে কোটিতে গিয়ে ঠেকেছে শহরের কোনও কোনও পুজোর বাজেট। এই বিপুল টাকার জোগানের জন্য বড় বড় পুজো কমিটিগুলি এখন তাকিয়ে মূলত ‘কর্পোরেট ফান্ডিং’-এর উপর। সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে বড় মাপের পুজোর আয়োজন চলে গিয়েছে ইতিহাসের পাতায়। মণ্ডপ চত্বর ও সংলগ্ন এলাকায় হোর্ডিং, ব্যানার ও বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপন লাগিয়ে যে আয় হয়, তা খরচের একটা উৎস। বড় বড় পুজো কমিটির উদ্যোক্তাদের মতে, ৪০ থেকে ৮০ শতাংশ অর্থের উৎস এটাই। কিন্তু এবার ‘মন্দা’র মেঘে মুখ ভার বড় পুজোর উদ্যোক্তাদের। শেষ পর্যন্ত কর্পোরেট ফান্ডিং কতটা আসবে, তা নিয়ে চিন্তায় তাঁরা। বড় পুজোর উদ্যোক্তাদের কথায়, গতবারের তুলনায় বিজ্ঞাপন আসার প্রবণতা অনেকটাই কমেছে। যেটুকু বিজ্ঞাপন মিলছে, তাও আবার কম রেটে। এই অবস্থায় বাজেট কাটছাঁট ছাড়া উপায় নেই। কিন্তু সমস্যা হল, অন্যান্য খরচ তো বেড়েই চলেছে।
বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বেশিরভাগ বিজ্ঞাপন আসে। এজেন্সিগুলি পুজোর উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সংস্থায় রিপোর্ট পাঠায়। তার ভিত্তিতে সংস্থা সবুজ সঙ্কেত দিলে বিজ্ঞাপন চূড়ান্ত হয়। যে সব পুজো মণ্ডপে সাধারণত দর্শনার্থীর সংখ্যা বেশি হয়, সেখানে বিজ্ঞাপন দিতে উৎসাহী হয় সংস্থাগুলি। সেইসব বিজ্ঞাপনের রেটও তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু এবার সেই সব পুজোতেও কর্পোরেট ফান্ডিংয়ে ভাটার টান।
মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের (লেবুতলা পার্ক) পুজো ‘মেগা বাজেটের’ উৎসব হিসেবে চিহ্নিত। কলকাতার আর কোনও পুজো কমিটি এত বেশি টাকা খরচ করে না। থিমের পুজো বলতে যা বোঝায়, তা না হলেও অভিনবত্বের জন্য পুজোর দিনগুলিতে জনস্রোত আছড়ে পড়ে এখানে। পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ জানালেন, আড়াই থেকে তিন কোটি টাকার বাজেট হবে তাঁদের। গতবারের থেকে বাজেট কিছুটা বেড়েছে। গতবার ছিল রুপোর রথের আদলে মণ্ডপ। এবার থাকছে সোনার প্রতিমা। প্রতিমার খরচ অবশ্য বাজেটের ম঩ধ্যে নেই। কারণ স্পনসর দেবে প্রতিমার দাম। পুজো শেষে সোনার প্রতিমা নিয়ে যাবে তারা। কিন্তু মায়াপুরে ইস্কনের নির্মীয়মাণ মন্দিরের আদলে ও তার অন্দরে ‘শিসমহল’ তৈরির খরচ তো আছে। সজলবাবু জানিয়েছেন, তাঁদের আয়ের ৮০ শতাংশই আসে কর্পোরেট সংস্থার বিজ্ঞাপন থেকে। পুজো প্রাঙ্গণের মেলা থেকেও টাকা আসে। এবার কর্পোরেট ফান্ডিং কম হওয়ার আশঙ্কা দেখা দিলেও সজলবাবু এব্যাপারে আশাবাদী। তাঁর দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর আকর্ষণেই বিজ্ঞাপন আসবে।
পুজোর দিনগুলিতে জনজোয়ার আছড়ে পড়ে মধ্য কলকাতার আরও একটি পুরনো পুজো কলেজ স্কোয়ারে। গতবার প্রায় ৯০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এবার খরচ কিছুটা বাড়ছে। এবার তা এক কোটি ছুঁতে পারে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক বিকাশ মজুমদার। এই পুজো প্রাঙ্গণের অন্যতম প্রধান আকর্ষণ এর আলোকসজ্জা। খরচের একটা বড় অংশ যায় পুজো প্রাঙ্গণকে আলোর মালায় সাজাতে। কিন্তু এবার টাকা জোগাড় নিয়ে বেশ চিন্তায় বিকাশবাবুরা। আর বাকি মাত্র ক’দিন, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধিরা শুধু খোঁজখবরই নিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু হচ্ছে না। বিশ্বকর্মা পুজো মিটলে বিজ্ঞাপনের বিষয়গুলি চূড়ান্ত হতে শুরু করবে, আশায় তাঁরা।
উত্তর কলকাতার আরেক ঐতিহ্যশালী পুজো বাগবাজার সার্বজনীন। কোনও থিম নয়। ঐতিহ্য আঁকড়ে বছরের পর বছর ধরে পুজো হচ্ছে এখানে। এখানে পুজোর খরচ নিয়ে বেশ চিন্তায় কমিটির কর্তা গৌতম নিয়োগী। তিনি জানিয়েছেন, এখনও তো বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে কেউ বিশেষ যোগাযোগ করছেন না। গতবার এমন অবস্থা ছিল না। পুজোর খরচের প্রায় ৮০ শতাংশ আসে কর্পোরেট ফান্ডিং থেকে। গতবার শতবর্ষ ছিল, তাই খরচ কিছুটা বেড়েছিল। প্রায় এক কোটি টাকা খরচ হয়েছিল। এবার তা কমাতেই হবে। তা হলেও ৭৫-৮০ লক্ষ টাকা তো খরচ হবেই।
দক্ষিণ কলকাতার নাকতলা সর্বজনীন কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম। শহরের এক প্রান্তে হলেও নাকতলার থিমের পুজো দেখতে লাইন পড়ে লম্বা। এই পুজোর সঙ্গে যুক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুজো কমিটির কর্তা তথা তৃণমূলের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত জানালেন, কর্পোরেট সংস্থাগুলি থেকে বিজ্ঞাপন খাতে যে আয় হয়, তার হাল এবার বেশ খারাপ। খরচের ৬০-৬৫ শতাংশ ভাগ সেখান থেকেই আসে। এই পরিস্থিতিতে খরচ কাটছাঁট করার চিন্তাভাবনা করছেন তাঁরা। গত বছর ৭৬ লক্ষ টাকা খরচ হয়েছিল। দক্ষিণ কলকাতার শিবমন্দির পুজো কমিটির বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। উত্তর কলকাতার টালা বারোয়ারি বাজেটও ৩০ লক্ষের আশপাশে। দুই পুজো কমিটির কর্তা যথাক্রমে পার্থ ঘোষ এবং পি এল বসু জানালেন, বিজ্ঞাপনের যা হাল, তাতে বাজেট বাড়ানোর কথা ভাবতেই পারছেন না তাঁরা। উত্তর কলকাতার কাশী বোস লেনের পুজোর বাজেট ২৫-৩০ লক্ষ টাকার আশপাশে থাকে। তাদের অন্যতম কর্তা সোমেন দত্ত বলেন, এবার টাকার জোগান নিয়ে আমরা উদ্বিগ্ন। খরচের ৭০-৭৫ শতাংশই আসে কর্পোরেট সেক্টর থেকে। এবার কী হবে, তা নিয়ে কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে তাঁদের।
বেশ কয়েকটি বড় বাজেটের পুজোর সঙ্গে যুক্ত রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ও নেতারা। শ্রীভূমির পুজো দমকলমন্ত্রী সুজিত বসুর। একডালিয়া এভারগ্রিনের সঙ্গে কয়েক দশক ধরে যুক্ত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস যুক্ত নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের সঙ্গে আর পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চেতলা অগ্রণীর পুজোর কর্মকর্তা। এই পুজোগুলির আয়ের উৎসও কর্পোরেট জগৎ। সব পুজোতেই এবার কর্পোরেট ফান্ডিংয়ে ভাটার টান।

18th  September, 2019
১ অক্টোবর কলকাতায় এনআরসি
নিয়ে সভা করবেন অমিত শাহ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ অক্টোবর তৃতীয়াতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সূচি রয়েছে, তাতে ওই দিন শহরের এক প্রেক্ষাগৃহে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সভা করবেন তিনি। বিশদ

20th  September, 2019
 এনআরসি: উদ্বাস্তু সংগঠনগুলিকে নিয়ে
জান কবুল লড়াইয়ের হুমকি সিপিএমের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় এনআরসি রুখতে জান কবুল লড়াইয়ের হুমকি দিল সিপিএম। এ জন্য তারা দলমত নির্বিশেষে রাজ্যের গণতন্ত্রপ্রিয় সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানাল। এ ব্যাপারে তারা ইতিমধ্যে এপার বাংলায় উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন বাম ও অবামপন্থী সংগঠনকে পাশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে। বিশদ

20th  September, 2019
এনআরসি নিয়ে সংখ্যালঘুদের সচেতন
করতে উদ্যোগী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সংখ্যালঘুদের সচেতন করতে উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেই লক্ষ্যেই আগামীকাল, শনিবার মহাজাতি সদনে একটি কর্মশালার আয়োজন করেছেন তিনি। তবে, শাসকদলের মঞ্চ থেকে নয়, তাঁর নিজস্ব সংগঠন জমিয়তে উলেমায় হিন্দের পক্ষ থেকে এই কর্মশালায় মুসলিম ছাড়াও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছে।
বিশদ

20th  September, 2019
 পুলিসি তদন্তে গাফিলতি, জাল
নোটের মামলায় বেকসুর খালাস ৪

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তদন্তে পুলিসি গাফিলতির কারণে জাল নোটের মামলা থেকে বেকসুর খালাস পেলেন দুই মহিলা সহ চার অভিযুক্ত। বৃহস্পতিবার শিয়ালদহের দায়রা আদালত ওই আদেশ দিয়েছে। আদালতের মন্তব্য, সরকারপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বিশদ

20th  September, 2019
পার্শ্বশিক্ষকদের বকেয়া পিএফ,
হাইকোর্টের কঠোর নির্দেশ জারি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্শ্বশিক্ষকদের বকেয়া প্রভিডেন্ড ফান্ড আদায়ে যথোপযুক্ত পদক্ষেপ করার জন্য প্রভিডেন্ড ফান্ড কমিশনারকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ।
বিশদ

20th  September, 2019
উপাচার্যের ভূমিকার
সমালোচনা রাজ্যপালের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। দুপুর থেকে বাবুলকে হেনস্তা এবং আটকে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাতে রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করা হয়।
বিশদ

20th  September, 2019
বাংলার পাওনা সাড়ে ১৩
হাজার কোটি টাকা মেটান
মোদির কাছে দাবি মমতার

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের পাওনা সাড়ে ১৩ হাজার কোটি টাকা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বীরভূমের কয়লা ব্লক দেউচা পাচামির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানালেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ উত্থাপন করে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও করেন তিনি। এবং রাজ্যের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীরও তেমন আপত্তি নেই বলে এদিন বৈঠকের শেষে নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

19th  September, 2019
শহরে এল দিল্লির টিম
রাজীব কুমার মামলার তদন্ত নিজের
কাঁধে নিল সিবিআইয়ের সদর দপ্তর

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার মামলার তদন্তের খুঁটিনাটি থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সিবিআইয়ের সদর দপ্তর। যে কোনও ধরনের প্রযুক্তিতে পারদর্শী রাজীবের সঙ্গে পাল্লা দিতে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিমও এল শহরে। সঙ্গে এসেছেন তদন্তকারী অফিসাররাও।
বিশদ

19th  September, 2019
পে কমিশনের সুপারিশ গ্রহণ করা হলেও
বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিয়ে সংশয়

সৌম্যজিৎ সাহা, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশনের সুপারিশ গ্রহণ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই কমিশনের আওতায় আসছেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।   বিশদ

19th  September, 2019
এনআরসি: দিল্লিতে মুখ্যমন্ত্রী বিড়াল বনে গেলেন কেন,
মোদি-মমতা বৈঠকের পর প্রশ্ন তুললেন মান্নান-সুজনরা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য রাজনীতিতে একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়ার আবহ চলাকালীন খানিকটা আচমকা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকারের কর্মসূচি নিয়ে আগেই কটাক্ষ করেছিল তারা।
বিশদ

19th  September, 2019
ডিসিআই সভাপতির পদে
ফের দিব্যেন্দুই, বিতর্ক

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের দন্ত চিকিৎসকদের পঠনপাঠন এবং নীতি-নির্ধারক শীর্ষ সংস্থা ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া (ডিসিআই)’র সদস্যপদ বাতিল করার নির্দেশ তথা সংস্থার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার অপ্রত্যক্ষ নির্দেশ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই সংস্থার শীর্ষপদে ফের বসলেন ডাঃ দিব্যেন্দু মজুমদার। বিশদ

19th  September, 2019
গণপিটুনি বিল নিয়ে বিধানসভার
সচিবের ব্যাখ্যা চান রাজ্যপাল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় সদ্য পাশ হওয়া গণপিটুনি বিলের পরিণতি নিয়ে ধন্দ ক্রমশ বাড়ছে। বিরোধী বাম ও কংগ্রেস পরিষদীয় শিবিরের নালিশ পেয়ে এবার সে সম্পর্কে বিধানসভার সচিবালয়ের ব্যাখ্যা তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। বিশদ

19th  September, 2019
 দরবার মান্নান-সুজনদের
গণপিটুনি বিল নিয়ে বিতর্ক এড়াতে সব দিক
খতিয়ে দেখে চূড়ান্ত সম্মতি দেবেন রাজ্যপাল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবিষ্যতে বিতর্ক এড়াতে বিধানসভার বিগত অধিবেশনে পাশ হওয়া গণপিটুনি প্রতিরোধ সংক্রান্ত বিলটিতে সব দিক খতিয়ে দেখার পরই সম্মতিসূচক স্বাক্ষর দেবেন রাজ্যপাল জগদীপ ধনকার। আইন এবং সংবিধান মেনেই তিনি এবিষয়ে তাঁর কর্তব্য পালন করবেন বলে স্থির করেছেন।
বিশদ

18th  September, 2019
মানসিক রোগীদের জন্য ‘পুজোস্পেশাল’ পোশাক, খাওয়া-দাওয়ায় সাড়ে ১৫ লাখ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পাঁচ সরকারি মানসিক হাসপাতালের রোগীদের জন্য পুজো বাবদ সাড়ে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাঁদের জন্য পুজোর ক’দিন বিশেষ পোশাক এবং খাওয়া-দাওয়ার আয়োজন করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, পোশাক বাবদ ১৩ লক্ষ ২ হাজার ৪২০ টাকা এবং পুজোর ক’দিনের খাওয়া-দাওয়ার জন্য ২ লক্ষ ৪৮ হাজার ৮০ টাকা বরাদ্দ করা হয়েছে।
বিশদ

18th  September, 2019

Pages: 12345

একনজরে
অমিত চৌধুরী, হরিপাল, হরিপাল থানার নালিকুল বড়গাছিয়া সিংহরায় বাড়ির পুজো এই বছর ২৮৭ বছরে পদার্পণ করল। একচালা চার হাতের অভয়া দুর্গা প্রতিমা, সবুজ রঙের মহিষাসুর ...

সংবাদদাতা, মালদহ: ইংলিশবাজার শহরে চলাচলের অনুমতি দিতে শুরু হয়েছে টোটো বা ই-রিকশর নিবন্ধীকরণ কর্মসূচি। এই সুযোগে শহর জুড়ে পুজোর মুখে ফের হুহু করে বাড়ছে টোটো’র সংখ্যা।  ...

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর কেটে গিয়েছে টানা ৪৯ দিন। এখনও থমথমে উপত্যকা। স্বাভাবিক হয়নি মানুষের জীবনযাত্রা। এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে সাপ্তাহিক বাজার বসল শ্রীনগরের রাস্তায়।  ...

নুর সুলতান (কাজাখস্তান), ২২ সেপ্টেম্বর: ফাইনালে উঠে টোকিও ওলিম্পিকসের টিকিট নিশ্চিত করেছিলেন শনিবার। সেই সাফল্যের রেশ ধরেই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দীপক পুনিয়াকে ঘিরে তৈরি হয়েছিল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন। হঠকারী সিদ্ধান্তের জন্য আফশোস বাড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭২.৭০ টাকা
পাউন্ড ৮৬.৪৪ টাকা ৯১.১২ টাকা
ইউরো ৭৬.২৬ টাকা ৮০.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯১৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  September, 2019

দিন পঞ্জিকা

৬ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ৩২/৫১ রাত্রি ৬/৩৭। আর্দ্রা ১৫/১ দিবা ১১/২৯। সূ উ ৫/২৮/৫৭, অ ৫/২৯/৪১, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৮/৪১ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১১/৫ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৫ মধ্যে, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩০ গতে ৪/০ মধ্যে, কালরাত্রি ১০/০ গতে ১১/৩০ মধ্যে। 
৫ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ১৯/৪৮/৫৫ দিবা ১/২৪/১৪। আর্দ্রা ৫/৩৮/১৫ দিবা ৭/৪৪/৮, সূ উ ৫/২৮/৫০, অ ৫/৩১/৩০, অমৃতযোগ দিবা ৭/৭ মধ্যে ও ৮/৪১ গতে ১১/১ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ১০/৫৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৬ মধ্যে, বারবেলা ২/৩০/৫০ গতে ৪/১/১০ মধ্যে, কালবেলা ৬/৫৯/১০ গতে ৮/১৯/৩০ মধ্যে, কালরাত্রি ১/০/৩০ গতে ১১/৩০/১০ মধ্যে। 
২৩ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বৃষ: কর্মে উন্নতি। মিথুন: কর্মদক্ষতার স্বীকৃতি প্রাপ্তি। কর্কট:  ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম১৯৩২: ...বিশদ

07:03:20 PM

নদীয়ার কলেজে বোমাবাজি, জখম ২
নদীয়ার মাজদিয়া কলেজে বোমাবাজির ঘটনা ঘটল। টিএমসিপি-এবিভিপি একে অন্যের বিরুদ্ধে ...বিশদ

06:28:00 PM

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগরে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলী-চুঁচুড়া পৌরসভার ...বিশদ

06:23:18 PM

ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেমন হচ্ছে কর্মচারীদের বেতন
ক্যাবিনেটেও অনুমোদিত হয়ে গেল ষষ্ঠ বেতন কমিশন । নতুন এই ...বিশদ

05:49:00 PM

ফায়ার লাইসেন্স ফি কমাল রাজ্য
ফায়ার লাইসেন্স ফি ৯২ শতাংশ কমিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ...বিশদ

04:54:52 PM