Bartaman Patrika
রাজ্য
 

ষষ্ঠ দফার ভোটে ইভিএম
নিয়ে গোলমাল, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ষষ্ঠ দফায় ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম) নিয়ে কয়েক জায়াগায় গোলমাল হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়ার এক নম্বর বুথে ভোটযন্ত্রের তিনটি অংশ দুষ্কৃতীরা আছাড় মেরে ফেলে ভেঙে দিয়েছে। কমিশন এই খবর পাওয়ার পর ইঞ্জিনিয়ারদের সেখানে পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর সেখানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের সুতাহাটা বিধানসভার অন্তর্গত উরধামা প্রাথমিক স্কুলের বুথে ভোটগ্রহণ শুরুর আগে মক পোলের সময় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে ইভিএম পড়ে যায়। তবে সেখানে ভোটগ্রহণ হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষ বিধানসভার ২১০ নম্বর বুথ থেকে অভিযোগ ওঠে, যাঁকেই ভোট দেওয়া হোক না কেন ভিভিপ্যাটে একজন প্রার্থীর নাম দেখাচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তদন্ত করে দেখা যায় বিষয়টি ঠিক নয়। কোনও গোলমাল নেই ভোটযন্ত্রে।
এদিকে, কেশপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে মোবাইলে ছবি তোলার অভিযোগ উঠেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারকে সরানো হলেও এব্যাপারে ভারতী দেবীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, এব্যাপারে রিটার্নিং অফিসারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের এক প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় তাঁকে শো-কজ করেছিল কমিশন।
এদিকে ময়না, গোপীবল্লভপুর ও বিষ্ণপুরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর খবর কমিশন পেলেও এব্যাপারে বিস্তারিত রিপোর্ট সন্ধ্যা পর্যন্ত আসেনি। সবং-ভগবনাপুরে সেতুর দুপাশে গোলমাল থামাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। এখানে দুই জন আহত হয়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের দোগাছিয়ায় গুটগেরিয়া স্কুলের বুথের বাইরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলি চালান। এখানে একজন আহত হন। মেদিনীপুর শহরে বটতলার বিদ্যসাগর স্কুলের বুথে সংঘর্ষে সাত জন আহত হয়েছেন বলে এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। মেদিনীপুরের রামপুরিয়া স্কুলের বুথে গোলমালের ঘটনায় কিছু লোক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছেন। দাঁতনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এদিন ভোটপর্ব চলার সময় বিজেপির এক প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ভোট নিয়ে অভিযোগ জানিয়ে যায়। বিজেপি নেতারা বলেন, এরাজ্যের ভোটে কমিশনের ভূমিকায় তাঁরা সন্তুষ্ট নন। রাজ্যের প্রশাসন ও পুলিস অফিসারদের ভূমিকাও ঠিক নয়। দিল্লিতে অফিসারদের নামের তালিকা পাঠানো হচ্ছে। রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। গুন্ডামি চলছে। ভোটের আগে বিজেপি কর্মী খুন হয়েছেন। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বহিরাগত লোকজন ঢুকে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রার্থী ভারতী ঘোষের গাড়ি ভাঙচুরের ঘটনা দুর্ভাগ্যজনক। পরের দফার ভোটে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেন বিজেপি নেতারা। মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া স্মারকলিপিতে গোপীবল্লভপুরে বিজেপি নেতা খুন এবং ভারতী ঘোষের উপর হামলায় জডিতদের গ্রেপ্তার করার দাবি ছাড়াও বিষ্ণপুর লোকসভার কেন্দ্রের ২৬টি বুথে রিগিংয়ের অভিযোগ করা হয়েছে। সিপিএম নেতা রবীন দেবও এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে এদিনের ভোটে অনিয়মের অভিযোগ করেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও সুতাহাটায় ফের ভোট নেওয়ার দাবি করেছেন তিনি। কমিশনকে বারাবার সতর্ক করলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে সিপিএম নেতা অভিযোগ করেন। এডিজি জানিয়েছেন, গোপীবল্লভপুরের খুনের ঘটনার তদন্ত করা হচ্ছে।

13th  May, 2019
এমসিআই পরিদর্শন সম্পূর্ণ নতুন পাঁচ মেডিক্যাল কলেজের
খামতির জন্য দিল্লি তলব
কোচবিহারের কর্তাদের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এমসিআই) পরিদর্শন সম্পূর্ণ হল রাজ্যের পাঁচ নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই পাঁচটি মেডিক্যাল কলেজ হল রায়গঞ্জ, কোচবিহার, রামপুরহাট, পুরুলিয়া এবং ডায়মন্ডহারবার। এর মধ্যে প্রথম পরিদর্শন হয়েছিল ডায়মন্ডহারবারে। বিশদ

13th  May, 2019
ভোট বৃদ্ধির জন্য প্রচারে তৃণমূলের
লক্ষ্য এবার বামপন্থী, কংগ্রেসিরাও

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ গড়ার নির্বাচন। তাই ভোট নষ্ট করবেন না। এই আবেদন নিয়েই ভোটারদের দোরে দোরে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। তাদের এই অভিযানের নিশানায় অবশ্যই বামপন্থী এবং কংগ্রেসের ভোটাররা। মোদি সরকারের সমালোচনার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার উন্নয়নকেই অস্ত্র করে ঘরে ঘরে প্রচার চালানোকেই অগ্রাধিকার দিচ্ছে তৃণমূল।
বিশদ

13th  May, 2019
কেন্দ্র দমদম
সিন্ডিকেট, তোলাবাজি নিয়ে চাপা ক্ষোভ কামারহাটিতে, তৃণমূল বলছে কোনও অভিযোগ নেই

হরিহর ঘোষাল, কামারহাটি, বিএনএ: বিটি রোডের ডানলপ মোড় থেকে অটো করে বেলঘরিয়া স্টেশন যাচ্ছিলাম। নীলগঞ্জ রোডে তীব্র যানজট। শর্টকাট করতে অটোওয়ালা গলি রাস্তার ভিতর দিয়ে বেলঘরিয়া স্টেশনের দিকে নিয়ে গেল। রাস্তার দু’ধারে বাড়ির দেওয়ালে শাসক দলের দেওয়াল লিখন বেশি চোখে পড়ছিল।
বিশদ

13th  May, 2019
ভোট পর্বের মধ্যে বিধাননগর পুলিস
এলাকা থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পর্ব চলাকালীন গত দু’মাসে বিধাননগর পুলিস কমিশনারেট এলাকায় নাকা চেকিংয়ে প্রায় ৩৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। লেকটাউন, বাগুইআটি, এয়ারপোর্ট, নিউটাউন থানা এলাকা থেকে ওই টাকা উদ্ধার হয়েছে।
বিশদ

13th  May, 2019
মুকুল রায়ের গাড়িতে দু’বার তল্লাশি চালাল পুলিস

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি তল্লাশি করল পুলিস। রবিবার বিধাননগর কমিশনারেটের পুলিস এয়ারপোর্ট থানা এলাকায় ও বাগুইআটি থানা এলাকায় দু’বার মুকুল রায়ের গাড়ি আটকায়। পুলিস সূত্রের দাবি, রবিবার নাকা চেকিং চলছিল।
বিশদ

13th  May, 2019
  কেন্দ্রীয় বাহিনী ছিল নিষ্ক্রিয়, কমিশনকে চিঠি কংগ্রেসের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাহিনী হাজির থাকলেও নিষ্ক্রিয়ছিল। রবিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর এই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি দিল প্রদেশ কংগ্রেস। দলের পক্ষে রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য তাঁর চিঠিতে সপ্তম তথা শেষ দফার ভোট আরও হিংসাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশদ

13th  May, 2019
  এক গ্রাম বয়কটে অনড়, অন্যটি বুথমুখী

 নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: একদিকে ভোট বয়কট, তো অন্যদিকে শেষ পর্যন্ত ভোটাররা বুথমুখী। ঝাড়গ্রাম বিধানসভা এলাকার দুই প্রান্তে দু’রকম চিত্র। একটি রামচন্দ্রপুর গ্রাম, অন্যটি ভেদাকুই। দু’টি গ্রামেই প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার কাজ নিয়ে ক্ষোভ ছিল গ্রামবাসীদের।
বিশদ

13th  May, 2019
  দুপুরেই ভোট শেষ আমলাশোলে

 নিজস্ব প্রতিনিধি, আমলাশোল: জঙ্গলমহলে বহু বছর পর ভোট হল সন্ধ্যা ছ’টা পর্যন্ত। কিন্তু আমলাশোলকে দেখে তা বোঝার উপায়ই নেই। দুপুরের মধ্যেই ভোটারশূন্য বুথ। এজেন্টরাও যে যার কাজ মিটিয়ে বাড়ি চলে গিয়েছেন। তবে কোনও গণ্ডগোলের জন্য চিত্রটা এমন নয়! এখানকার ভোটার সংখ্যা ৪৪৭ জন।
বিশদ

13th  May, 2019
শেষ হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ

বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, তমলুক, কাঁথি এবং ঘাটালে ভোটগ্রহণ হল।
বিশদ

12th  May, 2019
ভিনরাজ্য থেকে বিজেপি
লোক ঢোকাচ্ছে: মমতা
ধরিয়ে দিলে পুরস্কার,
ঘোষণা তৃণমূল নেত্রীর

অলকাভ নিয়োগী ও পবিত্র ত্রিবেদী: হাড়োয়া ও দমদম: বাংলার নির্বাচনে বিজেপি ভিনরাজ্য থেকে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, সেই বহিরাগতরা কেউ কেউ পুলিসের পোশাকে ঢুকছে বলেও তাঁর দাবি। এ ব্যাপারে তিনি দলীয় নেতা এবং সাধারণ মানুষকে নজরদারির পরামর্শ দিয়েছেন। ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।
বিশদ

12th  May, 2019
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনী জনসভায় মানহানিকর মন্তব্য করার অভিযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব দেবকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ময়নায় এক জনসভায় বিপ্লববাবুর ওই মন্তব্যর পরে শুভেন্দুবাবুর তরফে তাঁর আইনজীবী শুভেন্দুবিকাশ বেরা আইনি নোটিস ইমেল ও ফ্যাক্স করে পাঠিয়ে দেন।
বিশদ

12th  May, 2019
চারবার ক্যান্সারের সঙ্গে লড়াই, স্ট্রোক ও থ্রম্বোসিস
কন্ঠ হারিয়েও জীবন সংগ্রামে জয়ী সত্তরোর্ধ্ব কার্ডিওলজিস্ট

বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘হ্যালো, আমি ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছি। আমার স্বরযন্ত্রে ক্যান্সার হয়েছে। যন্ত্রের মাধ্যমে কথা বলছি। তাই গলার স্বর ওরকম রোবোট রোবোট শোনাচ্ছে। দয়া করে বারবার ফোন করে ঠাট্টা-মস্করা করবেন না।’
বিশদ

12th  May, 2019
মাওবাদীদের হিংসা-আতঙ্ক আর নেই, জঙ্গলমহল সেজে উঠেছে ভোটের রঙে

রাহুল দত্ত, ঝাড়গ্রাম: মাওবাদীদের উপদ্রব আর নেই। হিংসাকে দূরে সরিয়ে ভোটের রঙে সেজে উঠেছে জঙ্গলমহল। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ানে উৎসবের মেজাজেই এবার ভোট হবে বলে আশাবাদী এলাকার মানুষ। প্রশাসন থেকে নির্বাচন কমিশন সমস্ত পক্ষই অবাধ ভোটের জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ শুরু করেছে। 
বিশদ

12th  May, 2019
আজ ভোটে হেভিওয়েটদের লড়াই
ষষ্ঠ দফায় রাজ্যে ৮ কেন্দ্রে ৭৭০ কোম্পানি বাহিনী, কড়া নজরদারি কমিশনের

নিজস্ব প্রতিনিধি কলকাতা ও বিএনএ, বর্ধমান: আজ রবিবার জঙ্গলমহলের জেলাগুলিতে নজিরবিহীন নিরাপত্তায় ষষ্ঠ দফার ভোট। এই ভোটে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। এই লড়াইয়ে যেমন আছেন রাজ্যের অন্যতম প্রবীণ তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, শিশির অধিকারী, মানস ভুঁইয়া, তেমনই তারকা প্রার্থী দেবের (দীপক অধিকারী) পাশাপাশি বিরোধী প্রার্থী হিসেবে রয়েছেন দিলীপ ঘোষ, ভারতী ঘোষ, অমিয় পাত্রের মতো ওজনদাররা।
বিশদ

12th  May, 2019

Pages: 12345

একনজরে
 নয়াদিল্লি, ১৪ মে (পিটিআই): জঙ্গি সংগঠন এলটিটিই-র উপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখল কেন্দ্রীয় সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (১৯৬৭)-এর ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ...

সংবাদদাতা, পূর্বস্থলী: তীব্র দাবদাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে পূর্বস্থলীর আম। বাগান থেকে জাগ ভাঙা আম ট্রাকবোঝাই করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। অন্যদিকে এবারও পূর্বস্থলীতে তিনদিন ধরে আম উৎসব ও মেলা হবে। পূর্বস্থলী থানার মাঠে আগামী ২ জুন রবিবার আম ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোট শেষ হয়ে গিয়েছে গত ৬ এপ্রিল। কিন্তু, এখনও হাওড়া জেলায় ভোটের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব। কোন বিধানসভা এলাকা থেকে কত লিড আসবে বা কোন বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হতে পারে, তা নিয়ে ব্লক ...

বিএনএ, মালদহ: মালদহের হবিবপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করলেও প্রচারে এখনও সেভাবে সাড়া ফেলতে পারল না কংগ্রেস। নির্বাচনী এলাকাজুড়ে দেওয়াল লিখন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৫৯: নোবেলজয়ী ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম
১৯০৫: কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৬৭: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬৫ টাকা ৭১.৩৪ টাকা
পাউন্ড ৮৯.৭৪ টাকা ৯২.৯৯ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১৩/৫৮ দিবা ১০/৩৬। উত্তরফাল্গুনী ৫/৩৯ দিবা ৭/১৬। সূ উ ৫/০/৩৬, অ ৬/৫/১৮, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৭ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে পুনঃ ১/২২ গতে উদয়াবধি, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৮ মধ্যে।
৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১০/৫১/২১ দিবা ৯/২১/২২। উত্তরফাল্গুনীনক্ষত্র ৩/২৩/৩৫ দিবা ৬/২২/১৬ পরে হস্তানক্ষত্র ৫৯/৫৮/৫১, সূ উ ৫/০/৫০, অ ৬/৬/৪২, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে, বারবেলা ১১/৩৩/৪৬ গতে ১/১২/১ মধ্যে, কালবেলা ৮/১৭/১৮ গতে ৯/৫৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৭/১৮ গতে ৩/৩৯/৪ মধ্যে। 
৯ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝে শুনে বিনিয়োগ করলে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম১৮৫৯: নোবেলজয়ী ফরাসি ...বিশদ

07:03:20 PM

বন্ধ হলদিয়া বন্দর 
শ্রমিক বিক্ষোভে স্তব্ধ হয়ে হলদিয়া বন্দর। বন্দর বন্ধ হওয়াতে অচলাবস্থা ...বিশদ

10:17:37 PM

এমন নির্বাচন কমিশন জম্মে দেখিনি: মমতা
বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। এমন নির্বাচন কমিশন ...বিশদ

09:22:00 PM

 অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: মমতা

09:17:27 PM

জরুরী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী 

09:16:21 PM