Bartaman Patrika
রাজ্য
 

বাংলাকে অপমান
করছে বিজেপি: মমতা

অতি স্পর্শকাতর বুথ:হিসেব করল কীভাবে?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাকে অপমান করছে বিজেপি। রাজ্যের সব বুথকে বিজেপির তরফে অতি স্পর্শকাতর ঘোষণা করার দাবিকে বুধবার এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে নিজের বাসভবনে দলের লোকসভা নির্বাচনের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সকালে বিজেপির তিন মন্ত্রী কেন্দ্রীয় নির্বাচন কমিশনে গিয়ে এরাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্ন তুলে সব বুথকে অতি স্পর্শকাতর (সুপার সেনসিটিভ) ঘোষণার দাবিতে চাপ দেন। এই প্রসঙ্গে মমতার প্রশ্ন, কেন? কোন যুক্তিতে? বাংলায় কী হয়েছে? গোটা দেশে তো সুপার ইমার্জেন্সি চলছে। আসলে ওরা ভয় পেয়েছে। বিজেপি শুধু মানুষকে নয়, সংবাদ মাধ্যমকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। টাকা ছড়াচ্ছে, ভয় দেখাচ্ছে। ভয়ের পরিবেশ গোটা দেশেই। মিথ্যা খবর ছড়াচ্ছে। তাঁর আর্জি, কমিশন দেখুক, কীভাবে কোটি কোটি টাকা ব্যয়ে ভোট কিনতে বাজারে নেমেছে বিজেপি। আসন্ন দোলের পর নির্বাচনী প্রচারে নামবেন বলেও এদিন জানিয়েছেন মমতা।
গত পঞ্চায়েত ভোটে তিরিশ শতাংশের বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। এদিন নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপির তিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নির্মলা সীতারমণ এবং জে পি নাড্ডা। গত পঞ্চায়েত ভোটে বিরোধীদের অংশ নিতে তৃণমূল বাধা দিয়েছে। এই অভিযোগের সমর্থনে বিনা ভোটাভুটিতে জেতা আসনের প্রসঙ্গ টানে বিজেপি। এদিন তার পাল্টা হিসেবে মমতা বলেন, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে ৯৮ শতাংশ আসন জিতেছে শাসকদল। অথচ তার কথা বলা হচ্ছে না। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলিতে এরাজ্যে হিংসার ঘটনা নগণ্য। গত পঞ্চায়েত ভোটে রাজ্যে যত মৃত্যু ঘটেছে, তার ৯৯ শতাংশই তৃণমূল কর্মী। সব ক্ষেত্রেই বিজেপি তাদের খুন করেছে। শুধু রাজ্যের দৃষ্টান্ত নয়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গো-রক্ষার নামে কত মানুষের প্রাণ গিয়েছে কিংবা ধর্ম ও বর্ণের নামে গণপিটুনিতে কতজন মারা গিয়েছে, তার হিসেব কই? বিজেপির উদ্দেশে এমনই সব প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে যে অভিযোগ বিজেপি তুলেছে, তার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। বরং রাজনীতি রয়েছে। এই বিষয়ে মমতা এদিন নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন।
বুথগুলিকে সুপার সেনসিটিভ বলায় মমতা বলেন, আমি তো বিস্মিত। তাঁর মতে, বিজেপি ভয় পেয়েছে। তাই এমন মানসিক রোগীর মতো আচরণ করছে। তামিলনাড়ু, কেরল, গুজরাতে একদিনে ভোট হলেও বাংলায় সাত দফায় কেন? মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, বাংলা মোদি-অমিত শাহদের বিরুদ্ধে লড়াই করছে, তাই এখানে সাত দফা। কিন্তু কোনও কৌশলই কাজে আসবে না বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর উপরও জোর দিয়েছে বিজেপি। এদিন তা নিয়ে কিছুটা তাচ্ছিল্যের ভঙ্গিতে মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনী দেশ রক্ষা করবে কী করে? তাদের তো দেখছি বিজেপি নেতাদের পাহারা দিতেই সময় কেটে যাচ্ছে। তাঁর মতে, গঙ্গাসাগর মেলা থেকে দুর্গাপুজো, কোটি কোটি মানুষ এতে অংশ নেয়। নির্বিঘ্নে সম্পন্ন হয় সেইসব উৎসব। কোথাও কোনও গোলমাল হয় না। সেই বাংলাকে সুপার সেনসিটিভ বলা মানে রাজ্যবাসীকে অপমান করা, দাবি মমতার। তিনি বলেন, এটা লজ্জার, একটা দল গোটা রাজ্যের মানুষকে অপমান করছে। কী দুঃসাহস! প্রতি মুহূর্তে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইছে গেরুয়া শিবির। তাতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হলেও বিজেপির কিছু যায় আসে না।
বিজেপি মিডিয়াকে কন্ট্রোলের চেষ্টা করছে। তাই এদিন নির্বাচন কমিশনে গিয়ে মিডিয়া পর্যবেক্ষক নিয়োগের দাবি তুলেছে। এই প্রসঙ্গে মমতা বলেন, নির্বাচন কমিশন যেন মনে না করে যে, বিজেপি যা বলবে তাই রামায়ণ, মহাভারত। রোজ রোজ মিথ্যা প্রচার করছে। কমিশনের নিষেধ সত্ত্বেও সেনাবাহিনীর ছবি ব্যবহার করছে কেন্দ্রের শাসকদল। মিথ্যা প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। বাইরের রাজ্য থেকে কোটি কোটি টাকা চার্টার্ড বিমানে করে রাজ্যে আনার চেষ্টা চলছে। এই টাকা খেলার দিকে কমিশনের নজর দেওয়া উচিত বলে মনে করেন মমতা। তৃণমূলের একাংশকে বিজেপি দলে টানতে প্রলোভন দেখাচ্ছে। মমতা বলেন, দলের যে ক’জন ওদিকে পা বাড়িয়েছে, তারা টাকার লোভে যাচ্ছে। কেউ কেউ কেন্দ্রীয় সংস্থার হাত থেকে বাঁচতে যাচ্ছে। একদিন তারা টের পাবে। তবে এদের আমি মুক্ত করে দিয়েছি। চলে গেলে বেঁচে যাই।

14th  March, 2019
নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ
‘ভবিষ্যতের ভূত’ সিনেমার প্রদর্শনী
শুরু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি,১৫ মার্চ: অবিলম্বে ‘ভবিষ্যতের ভূত’ সিনেমার প্রদর্শনী ফের শুরু করতে হবে। সেন্সরবোর্ডের ছাড়পত্র পাওয়ার পর কোনও সংস্থার ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই। পরিচালক অনীক দত্তর উল্লেখিত ছবিটি নিয়ে কলকাতায় শুরু হওয়ার বিতর্ক প্রসঙ্গে আজ এই মর্মেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিশদ

বিজেপিকে পাল্টা চাপ, আজ
থেকে ৪৮ ঘণ্টা ধর্নায় তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যবাসীকে ‘অপমানের’ জবাব দিতে পথে নামছে তৃণমূল। আজ শুক্রবার থেকে ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৪৮ ঘণ্টার অবস্থান-বিক্ষোভে বসছে তৃণমূল। রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে অতি স্পর্শকাতর বলে ঘোষণার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার সেই গেরুয়া শিবিরকে পাল্টা চাপের মুখে ফেলতে তৎপর তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের মহিলা শাখার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশদ

সারদার সব সম্পত্তি বেহাত হচ্ছে, এটাই আফশোস, আমি মৃত্যুর অপেক্ষা করছি: সুদীপ্ত

 বিএনএ, বারাসত: আমি মৃত্যুর অপেক্ষা করছি। আমার বেঁচে থাকার মধ্যে কিছু নেই। সারদা মামলায় বারাসতের এমপি-এমএলএ স্পেশাল কোর্টে হাজিরা দিতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই দাবি করলেন খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন। এলোমেলো চুল এবং গাল ভর্তি দাড়ি নিয়ে তাঁর এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশদ

বন্ধ আয়কর হানা, ভোটে
কালো টাকার রমরমার আশঙ্কা

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে আয়কর তল্লাশিতে অংশ নেওয়া হবে না বলে জানিয়ে দিল দপ্তরের অফিসার ও কর্মচারীদের ইউনিয়ন। কর্মীদের নিজস্ব কিছু দাবিদাওয়াকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 
বিশদ

 ভোটের মুখেই নাশকতার শঙ্কা,
বাঁকুড়ায় উদ্ধার প্রচুর বিস্ফোরক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে বাঁকুড়ার শালতোড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। যার মধ্যে রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো রাসায়নিকও। ভিন রাজ্য থেকে এসব নিয়ে আসা হয়েছিল। একটি গোডাউনে তা মজুত করে রাখা হচ্ছিল।
বিশদ

  আসন সমঝোতা হলেও কংগ্রেসের সঙ্গে যৌথ ভোট প্রচার করবে না সিপিএম

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ মার্চ: রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলেও তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে যৌথ নির্বাচনী প্রচার করবে না সিপিএম। তবে বিভিন্ন কেন্দ্রে স্থানীয়স্তরে কংগ্রেসের সঙ্গেই যৌথভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী প্রচারাভিযান চালাবেন সংশ্লিষ্ট সিপিএম প্রার্থীরা।
বিশদ

বীরভূমে চলে এল কেন্দ্রীয় বাহিনী

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভয়ের পরিবেশ রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। প্রতি বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণার দাবি জানিয়েছে তারা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ওই দাবি জানিয়েছে গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে রাস্তায় রাস্তায় টহলদারি চালাতে বৃহস্পতিবার রাতেই বীরভূমে চলে আসে কেন্দ্রীয় বাহিনী।
বিশদ

আসন নিয়ে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ক্রমশ
বাম শর্ত মেনেই কি জোট, জানতে
রাহুলের কোর্টে বল ঠেলল কংগ্রেস

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন বাম-কংগ্রেসের মধ্যে সার্বিক আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। সংখ্যা এবং মানরক্ষার মতো ফল করার আসনের ইস্যুতে দুই শিবিরের রাজ্য নেতৃত্বের মধ্যে পারস্পরিক আলোচনায় কোনও রফাসূত্র না বেরনোয় বৃহস্পতিবার রাত পর্যন্ত জোট জট আরও গভীরে পৌঁছেছে।
বিশদ

 এবার লোকসভা ভোটে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ পর্যবেক্ষক

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের লোকসভা ভোটে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে ভোটদান করতে পারেন, তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় তাঁদের নাম তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল কমিশন। স্কুল, কলেজ, প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্রে প্রচারের উদ্যোগ নেওয়া হয়।
বিশদ

হুমকি, হাইকোর্ট সম্পর্কে অসম্মানজনক মন্তব্য,
পঞ্চায়েত প্রধানদের সশরীরে হাজিরার নির্দেশ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও প্রায় তিন বছরে কয়েকটি চিঠির হাতের লেখা সম্পর্কে রিপোর্ট দেয়নি সিআইডি। অথচ, সেইসব চিঠিতে টাকা চেয়ে হুমকি ছাড়াও বিচারবিভাগ সম্পর্কে মারাত্মক অসম্মানজনক মন্তব্য রয়েছে।
বিশদ

প্রার্থী তালিকা ও রণকৌশল নিয়ে কলকাতায় বৈঠক বিজয়বর্গীয়দের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিনে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ কয়েকটি দল থেকে বিধায়ক-নেতা ভাঙিয়ে আনতে সফল হয়েছে বিজেপি। এক্ষেত্রে গেরুয়া শিবিরের তরফে রাজ্যের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশদ

সোশ্যাল মিডিয়ার সঙ্গে এবার ভোটের প্রচারে
পোস্টকার্ড নস্টালজিয়া ফেরাচ্ছে যুব সিপিএম

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের প্রচারে আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যকেও এবার হাতিয়ার করতে চায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই কারণে রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দল তথা বাম শিবিরের প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে তারা একদিকে যেমন সোশ্যাল মিডিয়ার যাবতীয় বিভাগে প্রচার চালাচ্ছে, তেমনই ছিমছাম ভাষায় বকলমে রাজনীতির কথা লেখা পোস্টকার্ড ছাপিয়ে তরুণ ভোটারদের মধ্যে দাগ কাটার চেষ্টা করছে।
বিশদ

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে
তোপ অর্জুন সিংয়ের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। আজ, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দিল্লির দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও দলীয় নেতৃত্বরা। গত মঙ্গলবার তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে।
বিশদ

14th  March, 2019
কালই আসছে কেন্দ্রীয় বাহিনী,
রোজ দিতে হবে টহলের ভিডিও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষের মধ্যে আস্থা ফেরাতে কাল, শুক্রবার রাজ্যে আসছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে ওই কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় টহল দেবে, রুটমার্চ করবে। শুধু তাই নয়, তার ভিডিওগ্রাফি জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে তুলে ধরতে হবে।
বিশদ

14th  March, 2019

Pages: 12345

একনজরে
নয়াদিল্লি, ১৪ মার্চ: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেও বিচলিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপের জন্য ...

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী লোকসভা ভোটে হাওড়া জেলার ১৩ হাজার ৫৮২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে ১৪১৯ জন দৃষ্টিহীন, ২৩০৬ ...

 পাটনা, ১৪ মার্চ (পিটিআই): তাঁর বিজেপি ত্যাগ সম্ভবত সময়ের অপেক্ষা। তার আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করলেন শত্রুঘ্ন সিনহা। পাটনা সাহিব কেন্দ্রের এই এমপির ...

  সংবাদদাতা, বুদবুদ: বুদবুদে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। বুদবুদের মহাকালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। শান্তিনিকেতনকে বাদ দিয়ে বাঙালির বসন্ত উৎসব কার্যত অসম্পূর্ণ। তাই দোল উৎসবে শান্তিনিকেতন যেতে মুখিয়ে থাকেন অনেকেই। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর
১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
১৯০৪ - স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৩৪: রাজনীতিক কাঁসিরামের জন্ম
১৯৩৭ - পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয় শিকাগোতে
১৯৩৯ - বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেনের মৃত্যু
১৯৭৬: অভিনেতা অভয় দেওলের জন্ম
১৯৭৭: অভিনেতা যিশু সেনগুপ্তের জন্ম
১৯৮৩: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের জন্ম
১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৭০ টাকা ৭০.৩৯ টাকা
পাউন্ড ৯০.৬৮ টাকা ৯৩.৯৭ টাকা
ইউরো ৭৭.২৯ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৫২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৮৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী ৪৯/৪৭ রাত্রি ১/৪৫। আর্দ্রা ৫৪/৪৫ রাত্রি ৩/৪৪। সূ উ ৫/৪৯/৫৫, অ ৫/৪১/৫৩, অমৃতযোগ দিবা ৭/২৩ মধ্যে পুনঃ ৮/১২ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/৫৬ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২২ গতে ৪/১১ মধ্যে, বারবেলা ৮/৪৮ গতে ১১/৪৬ মধ্যে, কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে।
৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী রাত্রি ৯/০/৫০। আর্দ্রানক্ষত্র রাত্রি ১১/৩২/৪৫, সূ উ ৫/৫০/২৮, অ ৫/৪০/৪৯, অমৃতযোগ দিবা ৭/২৫/১১ মধ্যে ও ৮/১২/৩২ থেকে ১০/৩৪/৩৬ মধ্যে ও ১২/৫৬/৫১ থেকে ২/৩১/২৪ মধ্যে ও ৪/৬/৬ থেকে ৫/৪০/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/১৮/৬ থেকে ৮/৫৫/২৩ মধ্যে ও ৩/২৪/৩২ থেকে ৪/১৩/১১ মধ্যে, বারবেলা ৮/৪৩/৩ থেকে ১০/১৬/৫১ মধ্যে, কালবেলা ১০/১৬/৫১ থেকে ১১/৪৫/৩৯ মধ্যে, কালরাত্রি ৮/৪৩/১৪ থেকে ১০/১৪/২৬ মধ্যে।
 ৭ রজব
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:  উচ্চতর বিদ্যায় শুভ ফল। বৃষ: পাওনা অর্থ আদায় হবে। মিথুন: উচ্চশিক্ষায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর১৮৯২ – ...বিশদ

07:03:20 PM

দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস 
টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল কনেযাত্রীবোঝাই বাস। ...বিশদ

07:55:31 PM

২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা 
১৭টি আসন ছেড়ে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ...বিশদ

06:51:12 PM

আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা 
আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ...বিশদ

05:01:43 PM

২৬৯ পয়েন্ট উঠল সেনসেক্স

04:02:07 PM