Bartaman Patrika
কলকাতা
 

মেডিক্যালে করোনার টিকা নেওয়ার জন্য
একই নামে দু’বার এসএমএস, বিভ্রান্তি
আজ রাজ্যে ফের ভ্যাকসিন আসছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোউইন বিপর্যয়ের ঠেলায় একই লোকের টিকাকরণের এসএমএস এল দু’বার। একেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সংখ্যার তুলনায় কেন্দ্র থেকে পাঠানো টিকার সংখ্যা কম। একথা বলছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারাও। এই পরিস্থিতিতে একবার টিকা নেওয়ার পরও দ্বিতীয়বার টিকা গ্রহণের এসএমএস আসায় চমকে উঠেছেন ভ্যাকসিন প্রাপকরাও। নির্দিষ্ট দিনে কারা ভ্যাকসিন পাবেন, হাসপাতালের সেই তালিকাতেও এঁদের নাম উঠেছে এবার! ফলে কর্তারাও হতচকিত। ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। টিকাকরণের প্রথম দিনই ভ্যাকসিন নিয়েছিলেন টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া বা এইএফআই-এর নোডাল অফিসার অ্যানাসথেসিওলজির অধ্যাপক ডাঃ সব্যসাচী দাস। সোমবার কোভিড টিকাকরণের দ্বিতীয় দিনেও হাসপাতালের তালিকা এবং এসএমএস দুটিতেই ডাঃ দাসের নাম ওঠে। তিনি টিকা না নিলেও তৈরি হয়েছিল বিভ্রান্তি। হাসপাতাল সূত্রের খবর, এমন ঘটনা টিকাকরণের দিনগুলিতে হামেশা ঘটছে। শুধু মেডিক্যালই নয়, রাজ্যের অন্য হাসপাতালে একই লোকের নামে দু’বার করে এসএমএস আসছে। বিধাননগর মহকুমা হাসপাতালে একই ভ্যাকসিন প্রাপকের নাম, ঠিকানা ও অন্য তথ্য দু’বার করে পোর্টালে থাকাতে ধন্দ বাড়ে। প্রথম দিন অ্যাপ ঠিকমতো কাজ না করায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কিছু নাম পরে অন্তর্ভুক্ত করে। তা নিয়েও সমস্যা হয়। মঙ্গলবার তৃতীয় দফার টিকাকরণে কোউইন বিরাট বেগ না দিলেও, আগের সমস্যাগুলির জের টানতে হয়েছে স্বাস্থ্যকর্মীদের। রাজ্যে কম ভ্যাকসিন পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করায় অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র। আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় দফায় প্রায় সাত লক্ষ ডোজ ভ্যাকসিন আসতে চলেছে রাজ্যে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, ভ্যাকসিন আসবে বিকেল ৪টেয়। স্বাস্থ্যদপ্তর তা যথাযথ স্থানে নিয়ে যাবে। রাজ্যজুড়ে এদিন প্রায় ৬৮ শতাংশ স্বাস্থ্যকর্মী টিকা নিয়েছেন। ১২টি পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে। মাস্টার লিস্টে নাম থাকলে যেকোনও সম্ভাব্য ভ্যাকসিন প্রাপককে কাছাকাছি হাসপাতালেও টিকা দেওয়ার ব্যবস্থার কথা জানানো হয়েছে।
চিকিৎসক ও তাঁদের পরিবারের সমস্ত সদস্যের করোনা টিকাকরণ আবশ্যিক করা নিয়ে গোড়া থেকেই ডাক্তারদের বিভিন্ন সংগঠন সরব ছিলেন। অথচ চিকিৎসকদেরই একাংশ ভ্যাকসিন নেননি। এরমধ্যে শহরের কিছু নামকরা ডাক্তারও আছেন। কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসক রাজা ভট্টাচার্য সোমবার সকালে টিকাকরণ কেন্দ্রে যাওয়ার কুপন সংগ্রহ করেও পরে সেই কুপন ফেরত দিয়ে হাসপাতালে নিজের ঘরে চলে যান। সার্জারি, বায়োকেমিস্ট্রি সহ বেশকিছু বিভাগের সিনিয়র ডাক্তারের নাম তালিকায় থাকা সত্ত্বেও তাঁরা ভ্যাকসিন নেননি। অন্যদিকে, অশীতিপর চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির ফিজিশিয়ানরা এই বয়সেও ভ্যাকসিন নিয়েছেন। ‘বিজ্ঞানের জয়গান’ গাওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। সেখানে ডাক্তারদের অনেকেরই দ্বিধা কাটছে না ইমার্জেন্সি অথরাইজেশন পাওয়া কোভিশিল্ড নিয়ে। কী বলছেন রাজাবাবু? টিকা নিতে কুপন সংগ্রহ করার কথা  স্বীকার করে মঙ্গলবার তিনি বলেন, আসলে আমার একটু সর্দি ও গলা ব্যথা ছিল সোমবার। তাই নিইনি। ঘনিষ্ঠমহল এইসব নামজাদা ডাক্তারবাবু অবশ্য বলছেন, চিকিৎসা পেশায় তাঁদের ‘গুরু’রা শিখিয়েছেন কোনও ওষুধ পাঁচ বছর বাজারে সফল প্রমাণিত না-হলে, তা রোগীদের লিখতে নেই। টিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম করেন কীভাবে? সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, আসল কথা ওঁরা ভয় পাচ্ছেন। তবে এই সংখ্যাটি মাত্র ২-৩ শতাংশ। আমরা বলছি, আপনারাই যদি ভয় পান, আরও কিছুদিন দেখে নেওয়ার কথা ভাবেন, সাধারণ মানুষ কী বলবে? একই চিকিৎসকের নামে দু’বার এসএমএস আসার কথাও স্বীকার করেছেন সুপার। 
এদিন দক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্যকর্মীদের মধ্যেও টিকাগ্রহণ নিয়ে মিশ্র সাড়া মিলেছে। সেখানে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার হার ছিল ৯০ শতাংশের বেশি। ডায়মন্ডহারবারে ৫০ শতাংশের কিছু বেশি। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, জেলাজুড়ে এএনএম বা গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের বড় অংশ এই টিকা নিতে রাজি হচ্ছেন না। কর্মক্ষেত্র নিয়ে দাবিদওয়া পূরণ হয়নি বলেই জেলার এএনএমদের একাংশ ভ্যাকসিন নিতে রাজি নন। দপ্তরের কর্তাদের অনুমান, প্রয়োজনীয় প্রচার না-হওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যেও টিকা গ্রহণের আগ্রহ কম।

20th  January, 2021
বাসন্তী পুজো ঘিরে উৎসবের চেহারায় বাগনানের হিজলক

বাসন্তী পুজো ঘিরে বাগনানের হিজলক গ্রামে উৎসবের চেহারা। বাগনানে পাশাপাশি দুটি গ্রাম হিজলক ও পাতিনান। কথিত আছে এই এলাকার বাসিন্দা প্রবীর শাসমল, তাপস মাইতি ও স্বর্গীয় কালীপদ অধিকারী এক সঙ্গে দেবী বাসন্তীর স্বপ্ন দেখেন। বিশদ

বিদেশ থেকে মাদক কিনতে ঘুরপথে টাকা যায় শাহজাহানের সংস্থা থেকেই, তথ্য-প্রমাণ ইডির হাতে

গুজরাত এটিএস ও ডিআরআই কলকাতা বন্দর থেকে মাদক উদ্ধার করেছিল দু’বছর আগে। সেই ঘটনার তদন্ত এবার নতুন মোড় নিল। এই মাদক কেনার টাকা শাহজাহানের সংস্থা থেকে মাঝখানে একটি সংস্থা ঘুরে যায় শরিফুল এন্টারপ্রাইজে। বিশদ

‘পুরনো দিদি’র সংগঠন ও ‘নতুন দিদি’র জনপ্রিয়তায় ভর করেই নিশ্চিন্ত তৃণমূল

গত লোকসভা নির্বাচনে বিজেপির ‘হুগলি বিজয়’ সম্ভব হলেও ধনেখালি থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের।  ধনেখালি নিয়ে বিজেপির মাথাব্যথার প্রধান দু’টি কারণ তৃণমূলের মজবুত সংগঠন ও ‘ধনেখালির দিদি’ তথা বিধায়ক অসীমা পাত্র। বিশদ

মন্দিরে পুজো দিয়ে প্রথম রোড’শো মালার, দেবশ্রীর প্রচারে তীব্র যানজট

তৃণমূল ও বিজেপির বাদানুবাদে উত্তপ্ত উত্তর কলকাতার ভোট প্রচার। রবিবার বিকেলে মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়ের রোড’শো চলাকালীন কালো পতাকা দেখান কয়েকজন স্থানীয় বাসিন্দা। যা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় তাঁদের। বিশদ

প্রার্থী দেরিতে এলেও সিপিএমের প্রচারে ব্যাপক উচ্ছ্বাস হিঙ্গলগঞ্জে

আগে থেকেই কথা ছিল, প্রার্থী আসবেন প্রচারে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বাদেও প্রার্থী না আসায় কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল কর্মীদের মধ্যে। তবে কর্মসূচি শুরু হতেই কর্মীরা লালপতাকা হাতে শামিল হলেন প্রচারে।
বিশদ

বরানগরে ৩ দেহ উদ্ধার কাণ্ড: তৃণমূল কার্যালয়ের সামনে উদ্ধার চিঠি ঘিরে ঘনাচ্ছে রহস্য

বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে বাবা, ছেলে ও নাতির মৃতদেহ উদ্ধারের দিন সকালে পাশের তৃণমূল পার্টি অফিসের দরজার সামনে উদ্ধার হয়েছিল বেনামি এক চিঠি। সেই চিঠিতে হালদার বাড়িতে তিনজন খুনের কথা লেখা রয়েছে। এমনকী, চিঠির বয়ান প্রত্যক্ষদর্শীর মতো। বিশদ

বাগবাজারের দত্তবাড়ি : সারদাদেবীর আশীর্বাদধন্য অন্নপূর্ণা পুজো ১৩৪ বছরে

হাওড়ার ব্যঁাটরার দত্ত পরিবারের ছেলে লক্ষ্মীনারায়ণ দত্ত। প্রথমে ভাড়াবাড়িতে থাকলেও পরে বাগবাজারে একটি বাড়ি কিনে থাকতে শুরু করেন তিনি। ১৮৯০ সালে বাড়িতে অন্নপূর্ণা পুজোর সূচনা করেন লক্ষ্মীনারায়ণ। দত্ত পরিবারের অনুরোধে সারদাদেবী তিন বার এই বাড়িতে আসেন। বিশদ

রামে যাওয়া ভোট বামে ফেরাতে মরিয়া সিপিএম, তৃণমূলের আরামবাগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল

আর বামের ভোট রামে নয়। আরামবাগ লোকসভা কেন্দ্রে এই প্রতিজ্ঞা নিয়েই প্রচারে ঝাঁপিয়েছে সিপিএমের নেতাকর্মীরা। তাই বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট সভা করে জনসংযোগ বাড়ানোর দিকে নজর দিয়েছে বাম নেতৃত্ব। বিশদ

১ কিমি রাস্তায় ৯৪ ক্যামেরা, বিমানবন্দর এলাকায় কড়া ট্রাফিক-নজর

এয়ারপোর্ট ৩ নম্বর গেট থেকে কৈখালির হলদিরাম বাসস্টপ। দূরত্ব মাত্র ১ কিলোমিটার। দূরত্বের নিরিখে সামান্য হলেও এর মধ্যেই রয়েছে কলকাতা বিমানবন্দর, যশোর রোড এবং ভিআইপি রোডে গাড়ির ব্যস্ততা। বিশদ

প্রচারে মোদিকে আক্রমণ কল্যাণের, দীপ্সিতার হয়ে প্রচার করলেন সুজন

নরেন্দ্র মোদি এখনও ঠিক করে উঠতে পারেননি তিনি ‘বিশ্বগুরু’ হবেন, নাকি ‘ধর্মগুরু’। তবে রাজনীতি ও ধর্মকে গুলিয়ে দিয়ে দেশে এক অদ্ভুত অন্ধকার তিনি অবশ্যই তৈরি করেছেন। সোমবার সকাল সকাল প্রচারে বেরিয়ে বিজেপির মূল অস্ত্রকে এভাবেই আক্রমণ করলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশদ

কল্যাণী ও হরিণঘাটা: বিজেপির কাছে ‘বঞ্চিত’ মতুয়া- মানুষকে বোঝাতে বুথস্তরে টার্গেট বেঁধে দিল তৃণমূল

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের বঞ্চনা করেছে বিজেপি। গেরুয়া পার্টির ঘোষিত ইস্তাহারেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এই প্রচারই মতুয়া অধ্যুষিত হরিণঘাটা ও কল্যাণী বিধানসভা এলাকায় মানুষের দুয়ারে নিয়ে যেতে কোমর বাঁধছে তৃণমূল। বিশদ

নির্মীয়মাণ কুলিয়া সেতু আমতায় ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে

লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা আসনের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে অন্যতম আমতা। ২০১৯ লোকসভা নির্বাচনের সময় এই বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের হাতে থাকলেও বর্তমানে এটি তৃণমূলের দখলে। বিশদ

কেন্দ্র: যাদবপুর: সৃজনের মিছিলে উপচে পড়া ভিড় ইভিএমে প্রতিফলিত হবে তো? চর্চা বামেদের অন্দরে

যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ততায় কোনও খামতি নেই। প্রার্থী এলাকায় আসছেন শুনেই অনেকে কাজ ফেলে তাঁকে দেখতে ছুটে আসছেন। কেউ তাঁকে জড়িয়ে ধরছেন, কেউ ঘামে ভেজা পাঞ্জাবি বদলে পরিয়ে দিচ্ছেন নতুন জামা। বিশদ

কেন্দ্র: বনগাঁ: জোট প্রার্থীর সমর্থনে মিছিলে ভিড় উৎসাহিত বাম-কংগ্রেস কর্মীরা বলছেন, ‘লড়াই হবে’

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হল মহামিছিলে। সোমবার বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে মিছিল শুরু হয়। শেষ হয় এক নম্বর রেলগেট এলাকায়। বিশদ

Pages: 12345

একনজরে
রাজস্থানের সিকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হল। এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু। জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ ...

একদিকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজরা। মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পিনারদের লড়াই আকর্ষণীয় ...

নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতাতে হবে বলে তৃণমূল নেতাদের সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হলদিয়ায় একটি হোটেলে তমলুক লোকসভার ...

রাজ্য ও রাজ্যপালের সংঘাতে মধ্যস্থতা করতে ইউজিসি প্রাক্তন চেয়ারম্যান, নিয়েপা’র অধ্যাপক এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রাক্তন ভাইস চেয়ারম্যানদের নিয়ে নাগরিক কমিশন গঠিত হল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআরকে ২ উইকেটে হারাল রাজস্থান

11:51:57 PM

আইপিএল: ৫৫ বলে সেঞ্চুরি বাটলারের, রাজস্থান ২২১/৮ (১৯.২ ওভার), টার্গেট ২২৪

11:37:08 PM

আইপিএল: ০ রানে আউট বোল্ট, রাজস্থান ১৮৬/ ৮(১৭.৩ ওভার), টার্গেট ২২৪

11:27:00 PM

আইপিএল: ২৬ রানে আউট পাওয়াল, রাজস্থান ১৭৮/৭(১৬.৫ ওভার), টার্গেট ২২৪

11:19:00 PM

আইপিএল: ৩৬ বলে হাফসেঞ্চুরি বাটলারের, রাজস্থান ১৩৬/৬ (১৪.৩ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:18:52 PM

আইপিএল: ০ রানে আউট হেটমায়ার, রাজস্থান ১২১/৬ (১২.২ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:04:22 PM