Bartaman Patrika
কলকাতা
 

চলছে না ট্রেন, খাঁ খাঁ দক্ষিণেশ্বর মন্দির
সারাদিনে আসছেন না ১০০ জন দর্শনার্থীও 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সকালে আসছেন ২০-২৫ জন। বিকেলে সেই সংখ্যা ৫০ জনের কাছাকাছি। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে এটাই এখন দর্শনার্থী সংখ্যার দৈনিক গড়। লকডাউনের আগেও যে মন্দিরের চারপাশে দিনে গড়ে ১৫-২০ হাজার দর্শনার্থীর সমাগম হতো, তার এক শতাংশও নেই এখন। খাঁ খাঁ করছে চারপাশ। মন্দিরের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিসকর্মীর কথায়, শুধু দর্শনার্থী নন, পায়রাও সেই সংখ্যক আসছে না। আসবে কেন? দর্শনার্থীরা ওই পায়রাদের খাবার দিতেন। এখন দর্শনার্থীও নেই, তাই পায়রাও নেই। দক্ষিণেশ্বর মন্দির কমিটি এবং দেবোত্তর এস্টেটের সম্পাদক ও অছি কুশল চৌধুরী বললেন, হাতেগোনা কয়েকজন দর্শনার্থী আসছেন। লকডাউনের আগে যে ভিড় হচ্ছিল, তা উধাও। এখন রাস্তায় যান চলাচল শুরু হয়েছে ঠিকই, কিন্তু তাতে দর্শনার্থী আসা-যাওয়ার সংখ্যায় তেমন প্রভাব পড়েনি। কারণ, এই মন্দিরে দর্শনার্থীদের আসা-যাওয়া নির্ভর করে মূলত ট্রেনের উপর। সেই পরিষেবা এখন বন্ধ।
মন্দির চত্বরে গিয়ে দেখা গেল, প্রবেশ পথের সামনে ব্যারিকেড দিয়ে ঘেরা। এমনকী, ডালা আর্কেডে ঢুকতে গেলেও ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হবে। মন্দির চত্বরে ঢোকার পর ব্যারিকেডের মুখেই রয়েছে একটি স্যানিটাইজার চ্যানেল। মন্দিরে প্রবেশের আগে সিকিউরিটি পোস্টের কাছেও আরও একটি চ্যানেল করা হয়েছে। সেখানে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। শরীর এবং জামাকাপড় জীবাণুমুক্তকরণ করা হচ্ছে। কুশলবাবু জানালেন, একেবারে নির্দিষ্ট নিয়মনীতি মেনেই এই দু’টি চ্যানেল বসিয়েছি। যাতে দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষাবিধি যথোপযুক্ত থাকে। চ্যানেলগুলির সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিসকর্মী বললেন, সকালে ৭টা থেকে ১০টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। সকালের দিকে দর্শনার্থী থাকেন না বললেই চলে। বিকেলে তাও দেখা যায়। তবে খুবই কম। যেখানে আমরা দর্শনার্থীদের শরীর তল্লাশি করতে গিয়ে খাওয়ার সময় পেতাম না, এখন বসে থাকলেও সময় কাটছে না। রীতিমতো বিরক্ত হয়ে উঠছি। মন্দিরে গিয়ে দেখা গেল একজন দর্শনার্থী পুজো দিচ্ছেন। এক পুরোহিত বললেন, মায়ের দরজা প্রত্যেকের জন্য খোলা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে মায়ের কাছে কেউ এসে পৌঁছতে পারছেন না।
মন্দিরের বাইরে ডালা আর্কেডে প্রায় প্রত্যেক দোকানিরই মাথায় হাত। মোট ৫৮টি দোকান রয়েছে। দিনপ্রতি একটি অন্তর একটি করে মোট ২৯টি করে দোকান খোলা থাকছে। সেখানকার এক কর্মী বললেন, দিনে ৩০ টাকা করে স্টল ভাড়া দিতে হয়। এছাড়াও রয়েছে ইউনিট প্রতি বিদ্যুতের খরচ। প্রসাদ যে কর্মী তৈরি করছেন, তাঁর পারিশ্রমিক। অথচ, এখন দিনে ১০০ টাকাও বিক্রি হচ্ছে না। আগে ১২-১৩ হাজার ক্রেতা এই আর্কেডে আসতেন নিত্যদিন। করোনা আমাদের একেবারে মাটিতে বসিয়ে দিয়েছে। এখন একজন দর্শনার্থী এলে প্রায় প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ছেন। যদি সামান্য কিছু পাওয়া যায়। একই অবস্থা রাস্তার খাবারের দোকানগুলিরও।
দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার এক পদস্থ কর্মী বললেন, দিনে ২৫০ গাড়ি আসত গড়ে। শনি-রবি আরও বাড়ত। এখন তো দিনে ১০টি গাড়িও আসে না। পার্কিংয়ের কর্মীদের কোথা থেকে বেতন দেব, সেটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছে।  নিজস্ব চিত্র 

30th  July, 2020
লকডাউনের জের, আপাতত
স্থগিত ‘বাড়ির দরজায় পুরসভা’ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগরিক পরিষেবা আরও তৃণমূলস্তরে পৌঁছে দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা ‘কেএমসি অ্যাট ডোরস্টেপ’ বা ‘বাড়ির দরজায় পুরসভা’ চালুর পরিকল্পনা নিয়েছিল। আগামী ৮ অগাস্ট থেকে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে এই উদ্যোগ শুরু হতো। মিউটেশন, সম্পত্তিকরের অ্যাসেসমেন্ট, কর প্রদান সহ নানাবিধ পুর-পরিষেবামূলক সমস্যার সমাধান এই কর্মসূচির মাধ্যমে করার কথা।   বিশদ

বাজারে আসছে বেঙ্গল
কেমিক্যালের স্যানিটাইজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল এবার বাজারে আনতে চলেছে হ্যান্ড স্যানিটাজার। প্রায় ৭০ ধরনের ওষুধ, ফিনাইল, ব্লিচিং পাউডারসহ জীবাণুমুক্ত করার বিভিন্ন ধরনের পণ্যের পর এবার করোনা মোকাবিলার এই মোক্ষম অস্ত্র তারা বাজারে আনছে আগামীকাল, ২ আগস্ট।  
বিশদ

নির্দেশ অমান্য করছেন ঘরবন্দি
আক্রান্তরা, কড়া ব্যবস্থার সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের একাংশকে নিয়ে চিন্তিত প্রশাসন। তাঁদের মধ্যে অন্তত ৫০ শতাংশ বেনিয়ম করছেন। মানছেন না স্বাস্থ্যদপ্তরের নির্দেশ। যার পরিপ্রেক্ষিতে এবার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। চিঠি পাঠানো হবে নিয়মভঙ্গকারীদের। প্রয়োজনে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বিশদ

টোল প্লাজায় দুর্ঘটনায় তেল ট্যাঙ্কার 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার সাতসকালে বিদ্যাসাগর সেতুর হাওড়ামুখী লেনে গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি তেলের ট্যাঙ্কার এদিন ভোরে কলকাতার দিক থেকে তীব্র গতিতে হাওড়ায় ঢুকছিল।  বিশদ

সোনারপুরে জোড়া খুন: প্রায় ২০
দিন পর গ্রেপ্তার অভিযুক্ত জামাই 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে জোড়া খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্ত জামাই রমেশ পণ্ডিতকে। ঘটনার প্রায় ২০ দিন পরে তাকে নাগালে পেল পুলিস।   বিশদ

খড়দহে পুরকর্মী ও নাগরিকদের
মনস্তাত্ত্বিক পাঠ পুরসভার 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কোভিড পরিস্থিতিতে পুরকর্মী এবং নাগরিকদের মানসিকভাবে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। সেই বিষয়টিকে মাথায় রেখে বিশিষ্ট মনোরোগ-বিশেষজ্ঞকে নিয়ে এসে পাঠ দেওয়ার ব্যবস্থা করল খড়দহ পুরসভা।   বিশদ

বিবাদি বাগের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে
ভয়াবহ আগুন, ছড়াল আতঙ্ক 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সাতসকালে বিবাদি বাগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লেগে আতঙ্ক ছড়াল। পুড়ে গেল ব্যাঙ্কের এটিএম কাউন্টার। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাঙ্কের ভিতরে থাকা কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী।   বিশদ

‘জয় বাংলা’র পেনশন তালিকায় ফের
ঠাঁই হল ১০ হাজার ৫০০ মৎস্যজীবীর 

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: ফের হাসি ফুটল মৎস্যজীবীদের মুখে। ‘জয় বাংলা’ প্রকল্পে পেনশন প্রাপকদের তালিকা বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন করে তালিকায় ঢুকছেন ১৩টি জেলার ১০ হাজার ৫০০ প্রবীণ মৎস্যজীবী।   বিশদ

বরানগর এলাকায় লকডাউনের নয়া দিনক্ষণ ঘোষণা
দক্ষিণেশ্বরে পরিত্যক্ত আবাসনে
সেফ হাউস তৈরির পুর-সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দক্ষিণেশ্বরের উইমকো ফ্ল্যাক্টরির আবাসনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে। সেখানকার দু’টি তলা মেরামত করে সেফ হাউস তৈরির সিদ্ধান্ত নিল বরানগর পুরসভা।   বিশদ

ঝড়ে উপড়ানো গাছ রাতারাতি
সোজা, বটষষ্ঠীর পুজো হল গ্রামে 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উমপুন ঝড়ে উপড়ে পড়া বটগাছের ডালপালা কাটা হয়েছিল। আর তারপর রাতারাতি নাকি সেই গাছ সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে! এই ঘটনাকে ঘিরে দেগঙ্গায় চাঞ্চল্য ছড়িয়েছে।   বিশদ

করোনা যোদ্ধা পুলিসকর্মীদের মুখ্যমন্ত্রীর পদক 

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে করোনা সংক্রমণের প্রথমদিন থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিস কর্মীরাও সামনের সারিতে থেকে লড়াই করে যাচ্ছেন।   বিশদ

দোকানের ভিতরে ব্যবসায়ীকে গুলি
করে খুন, কল্যাণীতে ব্যাপক চাঞ্চল্য 

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: ভরদুপুরে দোকানের মধ্যে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কল্যাণীর বিধানপল্লির বাসস্ট্যান্ড এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম চন্দন দাস (৩৪)।   বিশদ

মেডিক্যালে করোনা রোগীর হার
হাতানোর চেষ্টা করে গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত এক মহিলার গলায় থাকা সোনার হার হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হল তিন যুবক। বৃহস্পতিবার রাতে বউবাজার থানার পুলিস ওই তিনজনকে গ্রেপ্তার করে।   বিশদ

জোড়াবাগানের ঘটনায়
গ্রেপ্তার আরও একজন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগানে পুলিস পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে বহু টাকা মূল্যের রুপোর অলঙ্কার হাতিয়ে নেওয়ার মামলায় আরও এক অভিযুক্ত পুলিসের জালে ধরা পড়ল।   বিশদ

Pages: 12345

একনজরে
নয়াদিল্লি: একটা সময় ছিল যখন ক্রিকেট দুনিয়া তারিয়ে উপভোগ করত বাইশগজে তাঁদের ব্যাট-বলের লড়াই। একদিকে ব্রেট লি। গতির আগুনে যিনি বিপক্ষের ব্যাটিংকে ছারখার করে দিতেন। ...

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা কবে, তা নিয়ে শুক্রবারও সুপ্রিম কোর্টে ফয়সালা হল না। আগামী ১০ আগস্ট ফের শুনানি হবে।   ...

ওয়াশিংটন: ক্ষমতা দেখাতে পুরো বিশ্বকে নিজেদের নাগালের মধ্যে আনতে উঠেপড়ে লেগেছে চীন। এবার তাদের আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এই ভাষাতেই চীনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।   ...

সংবাদদাতা, ঘাটাল: ভাইয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘাটাল থানার পান্না গ্রামে এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবকের নাম অনুপ পাল।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিতর্ক-বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম-পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থোপার্জনের সুযোগ।প্রতিকার: অন্ধ ব্যক্তিকে সাদা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৪- অক্সিজেনের আবিষ্কার করেন যোশেফ প্রিস্টলি
১৮৪৬ - বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু
১৯২০ – স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলকের মৃত্যু
১৯২০- অসহযোগ আন্দোলন শুরু করলেন মহাত্মা গান্ধী
১৯২৪ -ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ফ্রাঙ্ক ওরেলের জন্ম
১৯৩২- অভিনেত্রী মীনাকুমারীর জন্ম
১৯৫৬- ক্রিকেটার অরুণলালের জন্ম।
১৯৯৯- সাহিত্যিক নীরদ সি চৌধুরির মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৯৪ টাকা ৭৫.৬৫ টাকা
পাউন্ড ৯৬.৫৩ টাকা ৯৯.৯০ টাকা
ইউরো ৮৭.৪০ টাকা ৯০.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ শ্রাবণ ১৪২৭, শনিবার, ১ আগস্ট ২০২০, ত্রয়োদশী ৪১/৪৮ রাত্রি ৯/৫৫। মূলানক্ষত্র ৪/২ দিবা ৬/৪৮। সূর্যোদয় ৫/১১/৪৮, সূর্যাস্ত ৬/১৩/৫৮। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে। রাত্রি ৮/২৬ গতে ১০/৩৭ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫০ মধ্যে পুনঃ ১/২০ গতে ২/৫৮ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৬ মধ্যে পুনঃ ৩/৫০ গতে উদয়াবধি। 
১৬ শ্রাবণ ১৪২৭, শনিবার, ১ আগস্ট ২০২০, ত্রয়োদশী রাত্রি ৯/৪৮। মূলানক্ষত্র দিবা ৭/৫৩। সূর্যোদয় ৫/১১, সূর্যাস্ত ৬/১৭। অমৃতযোগ দিবা ৯/৩০ গতে ১/২ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ১০/৩৮ মধ্যে ও ১২/৪ গতে ১/৩০ মধ্যে ও ২/১৩ গতে ৩/৩৯ ম঩ধ্যে। কালবেলা ৬/৪৯ মধ্যে ও ১/২২গতে ৩/০ মধ্যে ও ৪/৩৯ গতে ৬/১৭ মধ্যে। কালরাত্রি ৭/৩৯ মধ্যে ও ৩/৪৯ গতে ৫/১১ মধ্যে।  
১০ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: নানা উপায়ে অর্থোপার্জনের সুযোগ। বৃষ: কর্মক্ষেত্রে উচ্চাশাপূরণ। মিথুন: গুরুজনের স্বাস্থ্যোন্নতি। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৭৭৪- অক্সিজেনের আবিষ্কার করেন যোশেফ প্রিস্টলি১৮৪৬ - বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ...বিশদ

07:03:20 PM

করোনা: রাজ্যে আক্রান্ত আরও ২৫৮৯ জন  
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮৯ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:42:26 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৯,৬০১ জন, মৃত ৩২২ 

08:41:24 PM

কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৫,১৭২ জন, মৃত ৯৮ 

07:56:50 PM

করোনা: কেরলে নতুন করে আক্রান্ত আরও ১১২৯, মোট আক্রান্ত ১০৮৬২ 

07:50:00 PM