ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ
পুলিস জানিয়েছে, মৃতের নাম শুক্লা ঘোষ (১৭)। তিনি নৈহাটির ঋষি বঙ্কিম কলেজের প্রাতঃ বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা গৌরব পালের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দিন পনের আগে গৌরব বর্ধমানের সমুদ্রগড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অসাবধানবশত পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। প্রেমিকের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছিলেন শুক্লা। প্রায়দিন খাওয়া দাওয়া করতেন না। কলেজেও তিনি যেতেন না। পাড়া প্রতিবেশী ও আত্মীয়রা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শুক্লা প্রেমিকের কাছেই চলে গেলেন।
বুধবার ছিল ভালোবাসার আলিঙ্গন দিবস। সেই দিনই গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন তিনি। ঘটনার সময় বাড়িতে অন্যান্যরাও ছিলেন। তবে সবার অলক্ষে ঠাকুরঘরে গলায় দড়ি দেন ওই ছাত্রী। ঝুলন্ত অবস্থায় দেখে তাঁকে বাড়ির লোকজন উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। মৃতা ছাত্রীর ভাই সুব্রত ঘোষ বলেন, দিদি একটি ছেলেকে ভালোবাসত। সে সমুদ্রগড়ে গিয়ে মারা যায়। তারপর থেকেই দিদি মন খারাপ করে থাকত। একারণেই দিদি আত্মঘাতী হয়েছে। জগদ্দল থানার পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী।