Bartaman Patrika
কলকাতা
 

বি টি রোডে নামেনি অনেক বাস, ভোগান্তি
নতুন রুটে আজ নামবে বহু
বাস, আশ্বাস মালিকদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা ব্রিজ বন্ধের জেরে সপ্তাহের প্রথম দিনই যেভাবে ভোগান্তিতে পড়তে হল, তাতে বুধবার থেকে সব সরকারি অফিস খুলে গেলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা ভেবে আতঙ্কিত বাসযাত্রীরা। গত কয়েকদিনের মতো এদিনও ন’টি রুটের প্রায় সাড়ে তিনশো বাস রাস্তায় নামেনি। কোনও কোনও বাস ঘোষিত গন্তব্য পর্যন্ত না গিয়ে ‘কাটা রুটে’ চলেছে। তাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সময় যেমন বেশি লেগেছে, তেমনি খরচও হয়েছে অতিরিক্ত। তবে এদিন উত্তর কলকাতা ও শহরতলির বাসমালিকদের নয়া সংগঠনের নেতৃত্ব পরিবহণ দপ্তরে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশ কিছু রুটের বাসের পরিবর্তিত রুট নতুন করে বিন্যাস করার আর্জি জানিয়েছেন মালিকরা। প্রশাসনিক কর্তারা সেই আর্জি মেনে নিয়েছেন বলে দাবি ওই নয়া সংগঠনের কর্তাদের। মালিকপক্ষের দাবিমতো পরিবর্তিত রুট মেনে নেওয়া হলে আজ বাসের সংখ্যা বাড়বে বলে আশ্বস্ত করেছেন তাঁরা।
সোমবার হলেও সরকারি অফিস না খোলায় এদিন রাস্তাঘাটে মানুষের ভিড় সামান্য হলেও কম ছিল। তবে বি টি রোডে বাসের সংখ্যাও ছিল উল্লেখযোগ্যভাবে কম। যানজটে আটকে ভোগান্তি তেমন না হলে কী হবে, বাসস্ট্যান্ডগুলিতে বাসের জন্য হাপিত্যেশ করে দাঁড়িয়ে থাকা লোকজনের ভোগান্তি চরমে ওঠে এদিন। তাছাড়া বহু বাস শ্যামবাজার যাচ্ছে না বলে অনেকে চিড়িয়ামোড়ে এসে সেই বাস ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত একটি নতুন অটোরুট চালু হয়েছে। সেই অটো টালা ব্রিজের উপর দিয়েই যাচ্ছে। কিন্তু এই রুটের কথা জানেন না বহু মানুষ। ফলে শ্যামবাজার বা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার জন্য যাত্রীদের বহু সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। চিড়িয়ামোড়ের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন টিটাগড়ের বাসিন্দা কল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, গিরীশ পার্ক মেট্রোর কাছে যেতে হবে আমাকে। বাস পেয়ে যাব ভেবে প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকলাম। এখন একজন বললেন, এখানে যে কোনও বাস ধরে দমদমে নেমে মেট্রো ধরতে হবে। সেটাই সহজ উপায়। চিড়িয়ামোড়ে বাস ধরলে অবশ্য রাস্তা ফাঁকা থাকায় মিনিট দশেকের মধ্যেই দমদম স্টেশনের কাছে আসা গিয়েছে। কিন্তু বাসের আশায় দাঁড়িয়ে থেকে অনেকে ৩০-৪০ মিনিট খরচ করে যখন মেট্রোর জন্য পা বাড়াচ্ছেন, তখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে গন্তব্যে যেতে। রাস্তার অবস্থা এমন হতে পারে, আন্দাজ করেই অবশ্য সকালবেলার অফিসযাত্রীরা অনেকে ট্রেন ধরেছেন। তাই আগাম আশঙ্কাকে সত্যি করে সকাল থেকেই শিয়ালদহ মেন লাইনের ট্রেনগুলিতে ছিল অন্যান্য দিনের চেয়েও প্রচুর ভিড়। বুধবারের পর সার্বিক পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বহু মানুষের।
নতুন তৈরি হওয়া নর্থ কলকাতা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপনারায়ণ বোস বলেন, পরিবহণ দপ্তর এবং পুলিসকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বেশ কিছু রুট নতুন করে বিন্যাসের আর্জি তারা মেনে নিয়েছে। আমরাও অন্যান্য মালিকদের বোঝানোর চেষ্টা করছি। আশা করছি, মঙ্গলবার থেকে বন্ধ থাকা রুটগুলিতে বাস চলবে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন করে কিছু রুট বিন্যাসের দাবি আমরাও জানিয়েছি। কারণ বর্তমান রুট নিয়ে মালিক-শ্রমিকরা অসন্তুষ্ট। তাই সেসব রুটে পরিষেবা বন্ধ রাখছেন তাঁরা।
প্রতিশ্রুতিমতো মেট্রো এদিন আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি ট্রেন চালায়। পুজোর আগে থেকেই এই সংখ্যক ট্রেন তারা চালাচ্ছিল। যাত্রীসংখ্যা বাড়লে চলতি সপ্তাহে একটি বৈঠক করে নোয়াপাড়া থেকে আরও চার-পাঁচটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

15th  October, 2019
প্রাক্তন বিধায়কের জীবনাবসান

প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক অশোক সাউ। অশোকবাবু তৃণমূলের বিধায়ক ছিলেন। চন্দননগরে পালাবদলের অন্যতম এই কারিগরের বয়স হয়েছিল ৭৫ বছর।
বিশদ

বালি ব্রিজের ফুটপাতে বাইক রেখে গঙ্গায় ঝাঁপ

সাতসকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে বালিমুখী লেনে। ব্রিজের ফুটপাতে বাইক রেখে ওই যুবক ঝাঁপ দেন গঙ্গায়।
বিশদ

দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

বৈদ্যবাটিতে পথ দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। নাম সমীর মল্লিক (৫৪)। বুধবার বৈদ্যবাটি থেকে শেওড়াফুলি যাওয়ার পথে ওই বাইক চালক বৈদ্যবাটি চৌমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
বিশদ

আরামবাগের  তিরোলে পাড়বাঁধের দাবি এলাকাবাসীর

ভোট আসে, ভোট যায়। গ্রামবাসীদের দুঃখের কথা শোনেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিশ্রুতি দেন, তাঁরা ভোটে জিতলে গ্রামে পাড়বাঁধ হবে।
বিশদ

সন্দেশখালিকে ঢাল করেই আরামবাগে মহিলা ভোট কাছে টানার চেষ্টা বিজেপির

লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি।
বিশদ

কাকু সেজে আহিয়ার মেয়েকে সঙ্গে নিয়েই অপারেশন পুলিসের

‘মঙ্গলবার রাতের মধ্যেই ২ লক্ষ টাকা দিতে হবে। নাহলে সেখ মহম্মদ আহিয়ার মৃতদেহ দেখতে হবে’— অভিযুক্তদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এমনই হুমকি বার্তা এসেছিল অপহৃতের স্ত্রী ও মেয়ের কাছে।
বিশদ

হাওড়ার রাস্তাকে ঠান্ডা রাখতে নামছে স্প্রিঙ্কলার গাড়ি

তীব্র দাবদাহ থেকে নাগরিকদের সামান্য স্বস্তি দিতে উদ্যোগী হাওড়া পুরসভা। এবার পথে নামছে পুরসভার স্প্রিঙ্কলার গাড়ি।
বিশদ

শ্রীরামপুরের নার্সিংহোমে কিশোরের মৃত্যু, উত্তেজনা

এক কিশোরের মৃত্যুকে ঘিরে শ্রীরামপুরের একটি নার্সিংহোমে উত্তেজনা ছড়াল। অভিযোগ, বুধবার বিকেলে সেখানে চিকিৎসকদের উপর হামলা চালায় মৃত রোগীর পরিবার।
বিশদ

চাঁদিফাটা রোদ, রাতে টর্চ জ্বালিয়ে চাষবাস

এক নজর দেখলে মনে হবে খনিতে কাজ করছেন শ্রমিকরা। মাথায় সার্চ লাইট। কপালে ফেট্টি। আলোগুলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেশিরভাগ সময় মাটির উপর ইতস্তত ঘুরছে লাইটগুলি। বিস্তীর্ণ মাঠের মধ্যে আলোর পায়চারি দেখে আশ্চর্য লাগবে। 
বিশদ

আশানুরূপ চাঙ্গা হবে না ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বাজার: রিপোর্ট

চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বাজার খুব ভালো যাবে না। এই শিল্পে আয় বৃদ্ধির হার পাঁচ থেকে সাত শতাংশ হতে পারে বলে মনে করছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের বক্তব্য, গত অর্থবর্ষে সেই বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ।
বিশদ

চণ্ডীতলায় পুরনো রেকর্ড ছাপিয়ে যাওয়াই পাখির চোখ শাসকদলের

মঙ্গলকাব্যের ইতিহাস ছুঁয়ে আছে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র। আছে একটি রেকর্ডও। ২০১৯ সালের ভোটে হুগলি জেলায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসকে সর্বোচ্চ লিড দিয়েছিল চণ্ডীতলা।
বিশদ

তলে তলে রাম-বাম জোট? কুলতলিতে আশায় গেরুয়া শিবির

জয়নগর লোকসভার অধীন কুলতলিতে কার্যত একতরফা প্রচার করছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। তাঁর মূল প্রতিপক্ষ বিজেপি বা আরএসপি’র প্রার্থীকে প্রচারে সেভাবে দেখা যাচ্ছে না।
বিশদ

৫ বছর পুরসভার ভোট হয়নি, ক্ষোভ এলাকায় উত্তর লোকসভাতেই, বলছেন ভোটাররা

হাওড়ায় লোকসভার ভোটে এবার জাতীয় বা রাজ্য রাজনীতি যতটা না প্রাসঙ্গিক, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় ইস্যু।
বিশদ

বেলেঘাটার গণেশ খুনে খাল থেকে উদ্ধার হাড়গোড়, পাঠানো হল ফরেন্সিকে

কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে।
বিশদ

Pages: 12345

একনজরে
একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...

ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক তথা বিরোধী নেতা আলেক্সেই নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি মারা যান। জেলের ভিতর সেই মৃত্যু নিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার মুখে পড়েছেন পুতিন। ...

লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে নিয়ে প্রচারের কৌশল তারা ভোঁতা করতে উদ্যত হয়েছে ...

একটা নেটে অনবরত হাত ঘুরিয়ে চলেছেন সুয়াশ শর্মারা। আর একটা নেট পেসারদের দখলে। মূল পিচের ঠিক পাশের নেটে আবার থ্রো ডাউনের বিরুদ্ধে টক টক করে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM