কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৪২ সালের ৯ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তিনি ৫০টিরও বেশি বই লিখেছেন। বাজেশিবপুরের বি কে পাল ইন্সটিটিউটে কিছুদিন শিক্ষকতা করেছেন। এছাড়াও ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজে লেকচারার ছিলেন। ২০১১ সালে পদ্মশ্রী ছাড়াও রামধনু পুরস্কার, প্রতিভা পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী, দুই পুত্র ও পুত্রবধূরা রয়েছেন।