সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
আজ, বুধবার সকালে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় বছর ২৩-এর এক তরুণীর দেহ। মৃতার পরিবারের দাবি, কয়েকদিন ধরেই প্রশান্ত যাদব নামে স্থানীয় এক সমাজবাদী পার্টির নেতা তরুণীর উপর চাপ সৃষ্টি করছিলেন। তরুণীটি যাতে উপ নির্বাচনে বিজেপিকে ভোট না দেন, সেই জন্য প্রশান্ত তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর।
মৃতার বাবার অভিযোগ, প্রশান্ত তিনদিন আগে আচমকাই তাঁদের বাড়িতে আসেন। সেই সময়ে তরুণীটি বাড়িতেই ছিলেন। প্রশান্ত তাঁকে জিজ্ঞাসা করেন নির্বাচনে তিনি কোন দলকে ভোট দেবেন। এর উত্তরে তরুণী স্পষ্ট জানান, তিনি বিজেপিকেই ভোট দেবেন। কারণ, তাঁর পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন বাড়ি পেয়েছে। এরপরই তাঁকে হুমকি দেন প্রশান্ত বলে অভিযোগ। সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্যও বলে যান প্রশান্ত।
পুলিস সূত্রে খবর, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রশান্ত এবং আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম মোহন কথেরিয়া। বর্তমানে পুলিসি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছে বিজেপি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা ভূপেন্দ্র সিং চৌধুরি তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, “প্রশান্ত যাদব এবং তাঁর সহযোগীরা একটি দলিত তরুণীকে নির্মমভাবে খুন করেছেন। কারণ, ওই তরুণী সমাজবাদী পার্টিকে ভোট দিতে অস্বীকার করেছিলেন।” যদিও এই ঘটনায় সমাজবাদী পার্টির কোনও নেতা সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানাননি।
উল্লেখ্য, বুধবার উত্তরপ্রদেশের করহল সহ মোট ন’টি বিধানসভায় ছিল উপ নির্বাচন। এই আবহে এরকম একটি ঘটনা এলাকায় নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে।