সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
চিঠিতে তারিখ উল্লেখসহ বলা হয়েছে, এই সতর্কবার্তা আগেও পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটছে। অধিকাংশ ঘটনার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট। স্বাস্থ্যমন্ত্রক মনে করিয়ে দিয়েছে, রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকমতো না-হলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী সংশ্লিষ্ট হাসাপাতালের লাইসেন্স বাতিল হতে পারে। হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে জারি করা নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতেই হবে। আগুন নেভানোর প্রশিক্ষণ দিতে হবে কর্মীদেরও। এর জন্য নিয়মিত মহড়ার উপরেও জোর দেওয়া হয়েছে। বৈদ্যুতিক উপকরণগুলি ঠিকঠাক আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে। আগুন লাগলে রোগীসহ সকলকেই উদ্ধার করার আগাম ব্যবস্থা প্রস্তুত রাখা চাই। ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার বসানো ও সেগুলির রক্ষণাবেক্ষণ যাতে হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। জেলা পর্যায়ে এই সংক্রান্ত বিশেষ কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে কেন্দ্র।