Bartaman Patrika
রাজ্য
 

মাতৃরূপেণ...। নদীয়ার শান্তিপুরে তোলা নিজস্ব চিত্র।

আর জি কর তদন্ত নিয়ে সাফাই কোর্টে, জাদুদণ্ড নেই, অপেক্ষা করতে হবে: সিবিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তভার সিবিআই কাঁধে নেওয়ার পর ৪৫ দিন পেরিয়ে গিয়েছে। টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন ঠিকই, কিন্তু সেটাও তথ্য-প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে। ধর্ষণ-খুনে সরাসরি এখনও মূল অভিযুক্ত সঞ্জয় ছাড়া অন্য কোনও অভিযুক্ত খাড়া করতে পারেনি এজেন্সি। জেরার সংখ্যা বাড়ছে প্রতিদিন। আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে বিচার চেয়ে বিক্ষোভ এবং দিল্লির কর্তাদের চাপ। তাই মরিয়া হয়ে বুধবার শিয়ালদহ আদালতে সিবিআই জানিয়ে দিল, তাদের হাতে কোনও জাদুদণ্ড নেই। অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই সময় লাগবে। 
স্লোগান উঠছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড। ন্যায়বিচারের দাবিতে মিছিল পৌঁছে যাচ্ছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। অথচ, ডিজিটাল এভিডেন্স ছাড়া কোনও তথ্য-প্রমাণই এখনও পর্যন্ত সাজিয়ে উঠতে পারছে না সিবিআই। এদিনও আদালতে টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষের মামলার সওয়ালে তারা দাবি করেছে, মোবাইল সহ অন্যান্য সামগ্রীর ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট থেকে তারা কিছু কিছু বিষয়ে আলোকপাত করতে পারবে। অথচ, এই মামলায় গুরুত্বপূর্ণ বহু প্রশ্নের উত্তর পর্যন্ত পৌঁছতেই পারছেন না তদন্তকারী অফিসাররা। কেন থানা দেরিতে এফআইআর করল? দেহ তড়িঘড়ি দাহ করা হল কেন? ডেথ সার্টিফিকেট দেওয়ার আগেই কীভাবে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে গেল? এই সব প্রশ্নই তুলেছে সিবিআই। অথচ, ৪৫ দিন পরও স্পষ্ট জবাব নেই। এদিন অবশ্য আদালতে চাঞ্চল্যকর একটি দাবি তারা করেছে। সিবিআই রিমান্ড লেটারে জানিয়েছে, টালা থানার মধ্যেই ভুয়ো রেকর্ডস তৈরি ও অদলবদল (ক্রিয়েট/অল্টার) করা হয়েছে। দুই অভিযুক্তকে জেরা করে ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ থেকে এ ব্যাপারে তারা জানতে পেরেছে। কিন্তু কী সেই নথি? তা অবশ্য প্রকাশ্যে আনেনি এজেন্সি। সূত্রের খবর, এই রেকর্ডসের মধ্যে রয়েছে বাজেয়াপ্ত করা বিভিন্ন সামগ্রী। ঘটনাস্থল থেকে সেইসব পাওয়া যায়নি, অথচ পরে আলাদা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার হাসপাতাল থেকে নিয়ে আসা কিছু জিনিসের আকৃতি বদলে ফেলা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। জিডি এন্ট্রি বুকেও বিভিন্ন অফিসারের যাওয়া-আসার সময় পাল্টে দেওয়া হয়েছে। যাতে সময়-সারণি ঘটনাক্রমের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। একইসঙ্গে তরুণীর দেহ থেকে সংগৃহীত কিছু সামগ্রী থানাতেই বদলে দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেছে এজেন্সি। এভাবেই তথ্য-প্রমাণ লোপাটের যুক্তি সাজাতে চাইছে তারা। থানার অভ্যন্তরে এই ভুয়ো নথি তৈরি ও অদলবদলের অভিযোগে ওসিকে কাঠগড়ায় তুলেছে এজেন্সি। 
এদিনই অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। অভিজিৎবাবুর আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, তা জামিনযোগ্য। তাই তিনি জামিনের আবেদন করেন। সিবিআই অবশ্য দু’জনেরই জেল হেফাজতের আর্জি জানিয়ে আদালতকে বলে, দুই অভিযুক্তের মোবাইল ফরেন্সিক পরীক্ষায় গিয়েছে। দু’-একদিনের মধ্যে চলে আসবে। নতুন প্রমাণের ভিত্তিতে জেরার দরকার পড়বে। আর জি করের সিসি ক্যামেরার ফুটেজ ও ডিভিআরের ফরেন্সিক রিপোর্ট পাওয়া বাকি। বক্তব্য শোনার পর আদালত অর্ডারে লিখেছে, কেস ডায়েরি দেখে বোঝা যাচ্ছে তদন্ত পুরোদমে চলছে। অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি ও সন্দীপ চিকিৎসক। তাদের সামাজিক গুরুত্ব আছে। অভিযোগ প্রমাণিত হলে সর্ব্বোচ্চ সাজা হবে, যা বিরল থেকে বিরলতর মামলায় হয়ে থাকে। সেক্ষেত্রে এই দু’জনকে জামিন দেওয়া ন্যায্য হবে না। তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। -নিজস্ব চিত্র

26th  September, 2024
ইউনিয়নই নেই, কীসের থ্রেট কালচার: ব্রাত্য

সাতবছর ধরে কলেজে ছাত্র নির্বাচন হয়নি। কলেজে ছাত্র ইউনিয়নই নেই। তাই টিএমসিপি ইউনিয়নের বিরুদ্ধে থ্রেট কালচারের যে অভিযোগ করা হচ্ছে, তারও কোনও সত্যতা নেই। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে কলেজ স্কোয়‌ারে তাঁর মূর্তিতে মাল্যদানের পরে এই দাবিই করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশদ

জেলে ডিমসেদ্ধ চেয়েও পেলেন না সন্দীপ ঘোষ

আর জি কর কাণ্ডে কোর্টের নির্দেশে সিবিআই হেফাজত থেকে বুধবার ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেল হেফাজত হওয়ার পরেই তাঁর স্থান হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জেলে গিয়ে জেলকর্মীদের তিনি বলেন, ‘আমাকে রাতের মেনুতে একটা ডিমসেদ্ধ দিলে ভালো হয়।’ বিশদ

দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র-রাজ্যের দোষারোপের নাটক: শুভঙ্কর

রাজ্যের ভয়াবহ বন্যা নিয়ে কেন্দ্র-রাজ্য একে অপরকে দোষরোপ করছে। আসলে এটা নাটক। আর জি কর কাণ্ডের রেশ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই দোষারোপের নাটক চলছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার। বিশদ

পুজোয় বিদ্যুতের চাহিদা সাড়ে ১০ হাজার মেগাওয়াটে পৌঁছতে পারে

চলতি বছরে পুজোয় বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলেই মনে করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। তবে সেই চাহিদার সুষ্ঠু জোগান দেওয়া সম্ভব হবে বলেই দাবি করেছেন দপ্তরের কর্তারা। বিশদ

বাজেয়াপ্ত সামগ্রীতে সই করা ব্যক্তিরা সিবিআইয়ের নজরে

আর জি কর থেকে বাজেয়াপ্ত সামগ্রীতে সাক্ষী হিসেবে যাঁরা সই করেছেন, এবার তাঁরা সিবিআইয়ের নজরে।  সমস্ত জিনিস দেখার পরই সই করেছিলেন, নাকি পুলিস সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে পরে সিজার লিস্ট তৈরি করেছিল, এই রহস্যভেদ করতেই তাঁদের ডাকা হচ্ছে বলে খবর। বিশদ

থ্রেট কালচারের অভিযোগ, ১১ পড়ুয়ার হাজিরা

থ্রেট কালচারের অভিযোগে বৃহস্পতিবারও আর জি কর মেডিক্যাল কলেজের কমিটি ১১ জন পড়ুয়াকে তলব করেছিল। এদিন তাঁরা হাসপাতালে এসে কমিটির মুখোমুখি হন। অন্যদিকে, এদিন আর জি করের ধর্না মঞ্চেই আয়োজিত হল অভিনব ক্লাসরুম। বিশদ

বন্যা কবলিত অধিকাংশ স্থানে চালু বিদ্যুৎসংযোগ

রাজ্যের বন্যা কবলিত এলাকায় যে-সমস্ত বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার বেশিরভাগই পুনরায় চালু করা হয়েছে। দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি, সেই এলাকাগুলি এখনও জলের তলায় আছে। বিশদ

রাজ্যের আবাস প্রকল্প: বাড়ি তৈরির নজরদারিতে পুলিসকে বাড়তি দায়িত্ব দিল নবান্ন, স্বাধীনভাবে টহল দেবেন আইসি-ওসি

কেন্দ্র টাকা না দেয়নি। তাই ডিসেম্বর মাসে রাজ্যের কোষাগার থেকেই ১১ লক্ষের বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করবে রাজ্য। কিন্তু যাঁরা টাকা পাচ্ছেন তাঁদের বাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হওয়া সুনিশ্চিত করতে হবে। বিশদ

পঞ্চায়েত ব্যবস্থায় কর্তৃত্ব ফলানোর গোপন এজেন্ডা কেন্দ্রের, প্রতিবাদ করলেন বিমান

‘এক দেশ এক ভোট’-এর সূত্র ধরে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ফলানোর গোপন এজেন্ডা রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। দিল্লি সফরে গিয়ে এমনই তথ্য পেলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিশদ

দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে এল ১৮ মেট্রিক টন ইলিশ

দুর্গাপুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার রুপোলি শস্য। বাংলাদেশ থেকে পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের ইউনুস সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
বিশদ

26th  September, 2024
‘কালীঘাট চলো’ কর্মসূচি ফ্লপ, বঙ্গ বিজেপির দৈন্যদশা প্রকাশ্যে

হাজরা মোড়ে তৃণমূলের খাসতালুকে কর্মসূচি করতে গিয়ে বিজেপির সংগঠনের দৈন্যদশা প্রকাশ্যে বেরিয়ে এল। ভিড় দূরঅস্ত্‌, ঩দেখা গিয়েছে মাত্র হাতে গোনা কিছু কর্মীকে। এমনকী, নেতৃত্বের বক্তব্য থেকে পুরো কর্মসূচিই ছিল পুরোপুরি অগোছালো।  বিশদ

26th  September, 2024
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আজও, উত্তরবঙ্গের জন্য ‘লাল’ সতর্কতা

ঙ্গোপসাগরে উপরে অবস্থিত নিম্নচাপটি দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ সারা রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও বেড়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায়। বিশদ

26th  September, 2024
ঋণ শোধ করেননি উপভোক্তারা, ক্যাম্প করে টাকা উদ্ধারে নামল অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর

ঋণ নিয়ে তা শোধ করছেন না উপভোক্তারা। গোটা রাজ্যে এভাবে প্রায় ৫০ কোটি টাকা অনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে। এবার সেই টাকা উদ্ধার করতে নামল ওয়েস্ট বেঙ্গল তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণি উন্নয়ন কর্পোরেশন। বিশদ

26th  September, 2024
বন্যা ত্রাণে মুখ্যমন্ত্রীর তহবিলে দু’লক্ষ টাকা দান হাউসফেডের

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখল ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড। বুধবার ছিল ৫৯তম হাউসফেড’ডে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশদ

26th  September, 2024

Pages: 12345

একনজরে
গাজার পর এবার লেবানন। হামাসের মতোই হিজবুল্লাকে ‘শেষ’ করতে তৎপর ইজরায়েল। এই আবহে গত সপ্তাহ থেকে লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে একের এক হামলা চালাতে শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইতিমধ্যেই শিশু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০০ জনের। ...

ভারত ও বাংলাদেশের সীমানা মিলিয়ে গিয়েছে জলের তলায়। কোথাও পদ্মা, কোথাও পদ্মার শাখা নদীতে জল বেড়ে যাওয়ায় চর ডুবে গিয়েছে। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ...

গত মরশুমে মোহন বাগান সুপার জায়ান্টের লিগ-শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন দিমিত্রি পেত্রাতোস। ১০টি গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে। চলতি মরশুমে অবশ্য এখনও চেনা ছন্দের ধারেকাছে নেই অজি তারকা ...

গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে নৃশংসভাবে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশ্বনী বর্মন (৩১)। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পর্যটন দিবস
১৭৬০ - মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন
 ১৮৩৩ -  বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৪৯  -  বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৯৩২ -  ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
১৯৮০  -  বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে
১৯৯৮ - জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google)এর যাত্রা শুরু
২০০৮ -  বিশিষ্ট ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু
২০২৩ – বিশিষ্ট চিত্রগ্রাহক সৌম্যেন্দু রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৪.৫৭ টাকা
পাউন্ড ১০৯.৮৬ টাকা ১১৩.৪৫ টাকা
ইউরো ৯১.৬৭ টাকা ৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ আশ্বিন, ১৪৩১, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪। দশমী ১৯/৩৮ দিবা ১/২১। পুষ্যা নক্ষত্র ৪৯/৩৮ রাত্রি ১/২১। সূর্যোদয় ৫/৩০/২৫, সূর্যাস্ত ৫/২৪/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/১৭ মধ্যে পুনঃ ৭/৫ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৪ মধ্যে পুনঃ ৩/৫০ গতে অস্তাবধি। রাত্রি ৬/১৪ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫০ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৯ গতে ১১/২৮ মধ্যে। কালরাত্রি ৮/২৬ গতে ৯/৫৭ মধ্যে। 
১০ আশ্বিন, ১৪৩১, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪। দশমী অপরাহ্ন ৪/২৬। পুষ্যা নক্ষত্র শেষরাত্রি ৪/৫৪। সূর্যোদয় ৫/৩০, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ দিবা ৬/২২ মধ্যে ও ৭/৮ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৬ গতে ২/৫১ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/২৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৯ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৮ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/৩০ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ৯/৫৮ মধ্যে। 
২৩ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
স্কুলে তাণ্ডব চালাল দুষ্কৃতীদের দল, লুঠ টাকা, সিসি ক্যামেরার হার্ডডিক্স
বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার-২ ব্লকে পাশাপাশি থাকা পদ্মেশ্বরী হাইস্কুল ও কানুরাম ...বিশদ

02:01:00 PM

বারুইপুর রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার গৃহশিক্ষক

01:51:00 PM

রেশন দুর্নীতি মামলা: খাদ্য দপ্তরের তিন আধিকারিককে তলব ইডির

01:44:00 PM

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

01:43:30 PM

দ্বিতীয় টেস্ট (প্রথম দিন): ৩১ রানে আউট নাজমূল হোসেন শান্তো, বাংলাদেশ ৮০/৩ (প্রথম ইনিংস)

01:41:00 PM

আর জি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর টিম

01:31:00 PM