সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
উলুবেড়িয়া ফেরিঘাটের ইজারাদার জাহির আব্বাস জানান, পুরসভার পক্ষ থেকে গ্যাংওয়ে মেরামত করে দেওয়া হয়েছে। রাস মেলার শেষে পুরনো গ্যাংওয়ের পরিবর্তে নতুন গ্যাংওয়ে লাগানো হবে বলে দাবি করেন জাহির আব্বাস। এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, গ্যাংওয়ের যেসব জায়গায় কাঠের পাটাতন নষ্ট হয়ে গিয়েছে, সেখানকার কাঠ পাল্টে দেওয়া হয়েছে। রাস মেলার শেষে পুরনো গ্যাংওয়ের বিকল্প ব্যবস্থা করা হবে। গ্যাংওয়ে সংস্কার হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। তাঁদের মতে, আগে গ্যাংওয়ে পার হওয়ার সময় দুশ্চিন্ত হতো। এখন সেটা দূর হল। প্রসঙ্গত দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় রোদ-জলে উলুবেড়িয়া ফেরিঘাটের গ্যাংওয়ের কাঠ নষ্ট হয়ে গিয়েছিল। কয়েক মিটার লম্বা এই গ্যাংওয়ের বিভিন্ন জায়গার কাঠ ভেঙে যাওয়ার পাশাপাশি অনেক জায়গায় আবার কাঠ সরে ফাঁকও হয়ে গিয়েছিল। বিপদ এড়াতে ভাঙা জায়গাগুলিতে কাঠ সাঁটা হলেও বিপদকে সঙ্গে করেই যাতায়াত করতে হচ্ছিল নিত্যযাত্রীদের।