সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
ইতিমধ্যে পুলিসের পক্ষ থেকে শ’খানেক ক্যামেরা বসানো হয়েছে। এবার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়, রাস্তার ভিতরে ভিতরেও সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব ক্যামেরার মাধ্যমে প্রতি মুহূর্তে বিভিন্ন এলাকায় পুলিসের পক্ষ থেকে নজরদারি করা হলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন পুলিসকর্তারা। তাঁদের মতে, অপরাধীদের গ্রেপ্তার করলেও কিছুদিনের মধ্যেই আবার তারা জামিন পেয়ে যাচ্ছে। ভাটপাড়া, জগদ্দলের অপরাধীদের সঙ্গে বিহারের নিবিড় যোগাযোগ রয়েছে বলে পুলিসকর্তারা জানিয়েছেন। তাই তাদের গতিবিধি সব সময়ে নজরে রাখতে হলে ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা দরকার। গত দু’মাসে বেশ কয়েকটি শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তাই সতর্ক পুলিস প্রশাসন।
কোথায় কোথায় ক্যামেরা বসবে, সেটা স্থানীয় দু’টি থানার পরামর্শ অনুযায়ী ঠিক করছেন পুলিস কমিশনার। ক্যামেরাগুলি বসাবে ভাটপাড়া পুরসভা। খরচ ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। এর মধ্যে ৮৩ লক্ষ টাকা এমপি ল্যাড থেকে দিচ্ছেন পার্থ ভৌমিক। বাকি টাকা খরচ করবে ভাটপাড়া পুরসভা। খুব শীঘ্রই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। নতুন সিপি অফিসের একতলার কন্ট্রোল রুম থেকে তাতে নিয়মিত নজরদারি করা হবে।