পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
২০২২ সালে শেষ বার সিঙ্গাপুর ওপেনের শিরোপা উঠে ছিল সিন্ধুর হাতে। তবে গত দু’বছর ব্যর্থতাই সঙ্গী তাঁর। ভুগিয়েছে চোট-আঘাতও। দীর্ঘ রিহ্যাবের পর প্যারিস ওলিম্পিকসে নেমেও সুবিধা করতে পারেননি হায়দরাবাদি শাটলার। এরপর কোচ বদলে প্রস্তুতি শুরু করেন তিনি। অক্টোবরে ডেনমার্ক ওপেনে তাঁর লড়াই থামে শেষ আটে। ছন্দে ফিরতে তাই মরিয়া ছিলেন সিন্ধু। এদিন এই প্রতিযোগিতার সেরা ম্যাচটি খেললেন সিন্ধু। ১৭ বছরের হুড্ডাকে কোর্টে থিতুই হতে দেননি তিনি। ম্যাচের পর সিন্ধুর মন্তব্য, ‘অনেকদিন পর নিজের খেলায় সন্তুষ্ট হয়েছি। তবে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। জানি, ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। কিন্তু এখন আর পিছনে তাকাতে রাজি নই। সেরা পারফরম্যান্স মেলে ধরতে তৈরি। যে কোনও মূল্যে খেতাব জিততেই হবে।’
পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। শেষ চারের ম্যাচে জাপানের শোগো ওগাওয়াকে হারালেন তিনি। খেলার ফল ২১-৮, ২১-১৪। প্যারিস ওলিম্পিকসের সেমি-ফাইনালিস্ট লক্ষ্য শিরোপা নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবেন সিঙ্গাপুরের জিয়া হেং জাসন থে’র। পাশাপাশি মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছেন ভারতীয় জুটি তানিশা ক্রিস্টো এবং ধ্রুব কপিলা।