পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
(রাফিনহা) (স্যান্ড্রো, ফাবিও)
বার্সেলোনা: লা লিগায় টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে লিগ টেবিলে ১৭তম স্থানে থাকা লাস পামাসের কাছে ১-২ গোলে বশ মানল হান্স ফ্লিকের ছেলেরা। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান স্যান্ড্রো র্যামিরেজ ও ফাবিও সিলভা। বার্সার একমাত্র গোলটি রাফিনহার। এই হারের ফলে শীর্ষস্থান ধরে রাখা কঠিন হল লিওয়ানডস্কিদের। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত এক নম্বরে রয়েছে বার্সা। তবে দু’ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৩০ পয়েন্ট। ফলে দু’টি ম্যাচ জিতলেই শীর্ষে উঠে আসবে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। রবিবার তাদের প্রতিপক্ষ গেতাফে।
ঘরের মাঠে জিতে শীর্ষস্থান মজবুত করার জন্য শনিবার শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় বার্সা। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ লিওয়ানডস্কিরা। সংযোজিত সময়ে রাফিনহার শট ক্রসবারে ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে লামিনে ইয়ামালকে মাঠে নামান কোচ ফ্লিক। তবে গতির বিপরীতে ৪৯ মিনিটে গোল হজম করে বার্সা। প্রতি-আক্রমণ থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান স্যান্ড্রো র্যামিরেজ (১-০)। ঘরের মাঠে পিছিয়ে পড়েও আক্রমণে ওঠে কাতালন ক্লাবটি। ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনহা। প্রতিপক্ষ বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি (১-১)।
ম্যাচে পিছিয়ে পড়ে সমতায় ফিরতেই প্রিয় দলের জয়ের আশায় বুক বাঁধেন বার্সা আনুরাগীরা। তবে রক্ষণের ব্যর্থতায় আরও একবার গোল হজম করে হান্স ফ্লিক-ব্রিগেড। এবার স্কোরশিটে নাম তোলেন ফাবিও সিলভা (২-১)। এরপর ফেরান তোরেস, ফ্র্যাঙ্কি ডে জংকে মাঠে নামান ফ্লিক। তবে প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ বার্সা অ্যাটাকাররা। স্বাভাবিকভাবেই দলের এই টানা ব্যর্থতা চিন্তা বাড়াল বার্সা কোচের।