পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
গত অস্ট্রেলিয়া সফরে কোহলি ব্রিগেডের কাছে মূর্তিমান বিভীষিকা ছিলেন হ্যাজলউড। পিঙ্ক বল টেস্টে মাত্র ৩৬ রানে অল-আউট হয় ভারত। সেই ম্যাচে পাঁচ ওভার বল করে আট রানে পাঁচ উইকেট তুলে নেন অজি স্পিডস্টার। শুধু তাই নয়, চলতি সিরিজের প্রথম ম্যাচ হারলেও অজি বোলারদের মধ্যে নজর টানেন তিনি। প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিলেন হ্যাজলউড। তাই এই অভিজ্ঞ পেসারের ঘাটতি মেটানো বেশ কঠিন। শোনা যাচ্ছে, হ্যাজলউডের পরিবর্তে স্কট বোল্যান্ডের ভাগ্য শিকে ছিঁড়তে পারে। ঘরের মাঠ মেলবোর্নে ইংল্যান্ড ব্যাটিংকে দুমড়ে দিয়ে প্রথম নজর টানেন তিনি। বোল্যান্ডের মন্তব্য, ‘ভারতীয় ব্যাটারদের জন্য অবশ্যই পরিকল্পনা তৈরি। সেইমতো নিজেদের উজাড় করে দিতে চাই।’ উল্লেখ্য, পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলিদের সামনে সুবিধা করতে পারেননি অজি বোলাররা। ঘরের মাঠে পেসারদের হাল দেখে উদ্বিগ্ন প্রাক্তন ক্রিকেটাররা। তার উপর কামিন্স, স্টার্ক, হ্যাজলউডের কম্বিনেশনও ভেঙে তছনছ। তুলনায় অনভিজ্ঞ বোল্যান্ডের কাঁধে বড় দায়িত্ব। চোট তাঁরও পিছু ছাড়েনি। দীর্ঘদিন রিহ্যাবের পর মাঠে ফিরেছেন বোল্যান্ড। তাঁর মন্তব্য, ‘অফ সিজনে রুটিন মেনে রিহ্যাব করতে হয়েছে, যা মোটেও সহজসাধ্য ছিল না।’ অস্ট্রেলিয়া দলে স্টার্ক, কামিন্স, হ্যাজলউড অটোমেটিক চয়েস। বোল্যান্ড নিজেও তা জানেন। তাই পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে মরিয়া তিনি।