পারথ: যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের অনবদ্য ব্যাটিং-এর জোরে পারথে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। রোহিত শর্মা না থাকায় যশস্বীর সঙ্গে ওপেন করছেন রাহুল। আর হঠাৎ পাওয়া এই সুযোগেরই সদ্ব্যবহার করছেন কর্ণাটকের ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। এই মুহূর্তে ২১৮ রানে এগিয়ে তারা। বলাবাহুল্য, দ্বিতীয় দিনে যশস্বী এবং রাহুলের দুরন্ত পার্টনারশিপই বাড়তি অক্সিজেন জুটিয়েছে ভারতকে। যশস্বীর স্কোর ১৯৩ বলে ৯০ অপরাজিত এবং রাহুলের স্কোর ১৫৩ বলে ৬২ অপরাজিত। এদিন নিজের টেস্ট কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি পূরণ করেছেন রাহুল। প্রথম ইনিংসেও ভাল ছন্দে ছিলেন রাহুল। কিন্তু তৃতীয় আম্পেয়ারের বিতর্কিত সিদ্ধান্তের জেরে তাঁকে মাঠ ছাড়তে হয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ভরাডুবির পর আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেও মাথাচাড়া দিয়েছিল সেই আশঙ্কা। কিন্তু দ্বিতীয় দিনের মতোই ধারা বজায় রাখলে সহজেই ভারতীয় দল জয়ের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।