মুম্বই: আইপিএল নিলামের ঠিক দু’দিন আগেই বড় চমক বোর্ডের। আগামী তিন বছরের আইপিএল স্লট জানিয়ে দিল বিসিসিআই। উল্লেখ্য, ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধন ১৪ মার্চ। গ্ল্যামার টুর্নামেন্টের ফাইনাল ২৫ মে। ২০২৬ সালে ১৫ মার্চ শুরু হবে আইপিএল। খেতাবি লড়াই ৩১ মে। অন্যদিকে ২০২৭ সালের টুর্নামেন্ট শুরু হবে ১৪ মার্চ। টি-২০ ফরম্যাটের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে। কিন্তু চটজলদি ক্যালেন্ডার ঘোষণার কারণ ঠিক কী? সূত্রের খবর, আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘাত এড়াতেই বোর্ডের এই আগাম পদক্ষেপ। আসলে আইপিএল মানেই বিপুল অর্থের ইনভেস্টমেন্ট। তারকা ক্রিকেটারদের দলে টানতে কার্যত অর্থের থলি উপুড় করে দেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। একদিকে মশলা লিগে টাকার হাতছানি। অন্যদিকে জাতীয় দলে খেলার দায়িত্ব। টানাপোড়েন এড়াতেই এমন সিদ্ধান্ত বোর্ডের। অতীতে আইপিএল চলাকালীন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এমনকী ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারিতে আইপিএল চলাকালীন নিজের দেশে ফিরতে বাধ্য হন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ভবিষ্যতে সমস্যা এড়াতেই এবার কোমর বেঁধে আসরে নামলেন বোর্ড কর্তারা। বোর্ডের কোষাগার ভরাতে আইপিএলের অবদান অনস্বীকার্য। সোনার হাঁসকে কার্যত তুলোয় মুড়ে রাখতে মরিয়া কর্তারা।
এদিকে, আগামী রবি ও সোমবার জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের কর্তারা জেড্ডায় পৌঁছে গিয়েছেন। নিলামের আগে স্ট্র্যাটেজি তৈরির কাজ চলছে পুরোদমে। ইংল্যান্ডের জোফ্রা আর্চার, আমেরিকার সৌরভ নেত্রাভালকর ও ভারতের হার্দিক তামোরের নাম শেষ মুহূর্তে অন্তভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে বিভিন্ন দেশের ৫৭৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের ডাকের উপর।