নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঠের বাইরের বিতর্ক কাটিয়ে অবশেষে বল গড়াল আই লিগে। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে দেয় ইন্টার কাশী। আন্তোনিও লোপেজ হাবাসের দলকে তিন পয়েন্ট এনে দিলেন এডমুন্ড লালরিনডিকা। মোহন বাগানের প্রাক্তন কোচ হাবাসের দেখানো পথে সাফল্য পেতে মরিয়া কাশীর এই ফ্র্যাঞ্চাইজি দল। অরিন্দম ভট্টাচার্য, সুমিত পাসি, নারায়ণ দাস, সার্থক গলুইসহ একঝাঁক পরিচিত মুখকে সই করিয়েছে তারা। দিনের অপর ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৩-২ গোলে পরাস্ত করে গোকুলাম এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেয় গোকুলাম।
আই লিগের সম্প্রচার নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে একটা সময় কার্যত বিদ্রোহ ঘোষণা করে ক্লাব জোট। এমনকী, দাবি মানা না হলে টুর্নামেন্ট না খেলার হুঁশিয়ারিও দেওয়া হয়। বেগতিক বুঝে আসরে নামেন ফেডারেশন কর্তারা। জটিলতা কাটিয়ে ম্যাচ শুরু হওয়ায় আপাতত স্বস্তি ভারতীয় ফুটবলে।