সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
লামিনে ইয়ামাল, আনসু ফাতি, এরিক গার্সিয়া, আন্দ্রে টের স্টেগেন, রোনাল্ড আরাহুদের সার্ভিস শনিবার পাবে না কাতালন ক্লাবটি। তবে স্বস্তির খবর চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ স্ট্রাইকার লিওয়ানডস্কি। পিঠের ব্যথার জন্য দেশের হয়ে ম্যাচ খেলেননি তিনি। দলের সঙ্গে গা ঘামাচ্ছেন ফেরান তোরেস। এছাড়া ম্যাচ ফিট হয়ে উঠেছেন ড্যানি ওলমো। শনিবার তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তাই যাঁরা নেই তাঁদের কথা ভেবে সময় নষ্ট করতে নারাজ ফ্লিক। তাঁর আত্মবিশ্বাস বাড়াচ্ছেন ইয়ামালদের পূর্বসূরি মেসি। শুক্রবার আর্জেন্তাইন মহাতারকা বলেন, ‘ক্লাবের তরুণ ফুটবলাররা দুরন্ত ছন্দ মেলে ধরেছে। এর জন্য প্রশংসা প্রাপ্য জাভি ও ফ্লিকের। বার্সার এই সাফল্যের নেপথ্যে লা মাসিয়ার অবদান অনস্বীকার্য। সকলেই সেরাটা উজাড় করতে মুখিয়ে থাকে। তাই সেলতা ভিগোর বিরুদ্ধে ইয়ামালের অভবা বাকিরা ঢেকে দেবে বলেই আমার বিশ্বাস।’