সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
গত কয়েকদিন ধরেই সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে একাধিক চোট। অনিরুদ্ধ থাপা অনেকটা ফিট হলেও স্টুয়ার্ট আর আশিস রাইকে পাওয়া যাবে না। রাইট উইং-ব্যাকে দীপ্যেন্দু বিশ্বাসের খেলার সম্ভাবনা। তবে স্টুয়ার্টের না থাকা সত্যিই বড় ধাক্কা। স্কটিশ ফুটবলার গোটা দলের ব্যান্ডমাস্টার। চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁকে ফেরাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। সাহাল আর পেত্রাতোসের উপর বল ফিড করার দায়িত্ব থাকছে। যুবভারতীর বড় মাঠে মোলিনার জোড়া টেক্কা দুই উইং হাফ লিস্টন আর মনবীর। অহেতুক ব্যাক পাসের বদলে বিপক্ষ ডিফেন্ডারকে আক্রমণ করার প্রবণতা ওঁদের আরও ভয়ঙ্কর করেছেন। একই গতিতে ইনসাইড, আউটসাইড ডজ করতে পারেন। চনমনে লিস্টন বলেই দিলেন, ‘নিজেকে সেরা ভেবেই মাঠে নামি। এই ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’ জামশেদপুরের বিরুদ্ধে লিস্টনরা দ্রুত গোল পেয়ে গেলে চাপ কমবে মোলিনা ব্রিগেডের। এই ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন কামিংসরা। গোল পার্থক্য বাড়াতে পারলে শীর্ষে ওঠাও অসম্ভব নয়।
অন্যদিকে, নির্বাসিত থাকায় ডাগ-আউটে থাকবেন না জামশেদপুরের চিফ কোচ খালিদ জামিল। দায়িত্ব সামলাবেন সহকারী স্টিভেন ডায়াস। তাঁর বিষমাখানো ক্রস ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা। প্রো লাইসেন্সধারী স্টিভেন জানালেন, ‘পয়েন্ট পেতেই হবে। ফিরে তাকানোর জায়গা নেই।’ তবে চোট আর কার্ডের জন্য সিসকোভিচ এবং জর্ডন মারের সার্ভিস পাবেন না তিনি। জাভি হার্নান্ডেজ, সিভেরিও তোরো, ইমরান খান, সানানরা তাঁর ভরসা। এদিকে, ম্যাচের আগের দিন অনুশীলনের মাঠ নিয়ে ক্ষিপ্ত জামশেদপুর। অভিযোগ, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের গেটে তালা দেওয়া থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁদের। মাঠে প্রচুর জল থাকায় বিরক্ত ম্যানেজমেন্ট অভিযোগ জানিয়েছে এফএসডিএলকে।
(যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে। )