পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল অনেকখানি। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই হয়ে উঠতে পারতেন ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা। কিন্তু প্রত্যাশা পূরণে ফের ব্যর্থ বিরাট কোহলি। মাত্র পাঁচ রান করে হ্যাজলউডের বলে স্লিপে খাওয়াজার হাতে ধরা পড়েন ভিকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে সর্বসাকুল্যে কোহলি করেছিলেন ৯৩ রান। পড়েছিলেন প্রবল সমালোচনার মুখে। কিন্তু ডনের দেশে তাঁর ব্যাটিং গড় দুর্দান্ত। তাই কোহলি অনুরাগীরা আশার আলো দেখছিলেন। ব্যর্থতা ঘোচাতে স্টান্সও বদলান বিরাট। তিনি সাধারণত অফ এবং মিডল স্টাম্প ছেড়ে দাঁড়ান। কিন্তু পারথে প্রথম দিনে ব্যাট করতে নেমে মিডল স্টাম্প আড়াল করার চেষ্টা করেন। তবে তাতে খুব একটা লাভ হল না। ক্রিজ থেকে দূরে দাঁড়িয়ে তিনি বল ট্যাপ করার চেষ্টা করছিলেন ক্রমাগত। কিন্তু আচমকা হ্যাজলউডের বল অতিরিক্ত লাফানোয় কোহলি সামলাতে পারেননি। তাঁর ব্যাট স্পর্শ করে বল খাওয়াজার হাতে গিয়ে জমা পড়ে।
মাত্র ১২টি বল খেলেছেন বিরাট। পারথে তাঁর রেকর্ড ভালো। তবে কখনও তিনি এক অঙ্কে আউট হননি। দ্বিতীয় ইনিংসে কি পুরনো মেজাজে পাওয়া যাবে মহাতারকাকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। তবে কোহলি বড় রান করলে পারথ টেস্টে জাঁকিয়ে বসার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে।