পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
আসন্ন ‘শিল্পের সমাধান কর্মসূচি’ নিয়ে একটি বিশেষ বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিস-প্রশাসন, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। এই বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিগুলি চেম্বার অব কমার্স ও উদ্যোগপতিদের সামনে তুলে ধরা হয়। জানা গিয়েছে, শিল্পের সমাধান ক্যাম্পগুলিতে উদ্যোগপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি যেকোনও অভিযোগের ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির ব্যাপারে ব্লক প্রশাসন ও পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনই ফরেস্ট পাট্টা বিষয়ক জেলাস্তরীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন শালবনী এবং গড়বেতা-২ ব্লকের মোট ১৩০ জন জনজাতির মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও, বনাঞ্চল এলাকায় বসবাসকারী মানুষজনকে বনপাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।