সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
চারটি প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি এক নির্দল প্রার্থীও এবারের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজনৈতিক দলগুলির ‘ক্যাম্প অফিস’গুলির উপরেও পুলিস নজর রাখবে। যাতে কোনওরকম উত্তেজনা সৃষ্টি করা না হয়, তারজন্য রাজনৈতিক নেতানেত্রীদের কাছে পুলিস আবেদন রেখেছে। বাঁকুড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশমতো গণনার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গণনার কাজ চলবে।
উপনির্বাচনে এই কেন্দ্রে ৭৮ শতাংশের বেশি ভোট পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। সাড়ে ৮টা নাগাদ ইভিএমের সিল খোলা হবে। মোট ২৪টি টেবিলে গণনার কাজ চলবে। ১১ রাউন্ড পর্যন্ত গণনা হবে। ফলে দুপুরের মধ্যে ফলাফলের একটা আভাস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, আমরা পাঁচ হাজার সবুজ লাড্ডুর বরাত দিয়েছি। মিষ্টি ও সবুজ আবির নিয়ে কর্মীরা প্রস্তুত থাকবেন। বেলা বাড়লেই কর্মীরা উৎসবে মেতে উঠবেন। বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী বলেন, গেরুয়া আবির নিয়ে দলের নেতাকর্মীরা অপেক্ষা করবেন। গণনায় স্বচ্ছতা ও ফল প্রকাশের পর যেন শান্তি বজায় থাকে। অন্যান্য বারের মতো তিক্ত অভিজ্ঞতা যেন না হয়, তা সকলকে নিশ্চিত করতে হবে।
সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে মানুষ যে রায় দেবে, তা আমরা মেনে নেব। কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী বলেন, ফল প্রকাশের পরেও সব পক্ষ যেন একে অপরের প্রতি সৌজন্য বজায় রাখে।