সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
বিষ্ণুপুর রেল পুলিসের এক আধিকারিক অপূর্ব নাথ বলেন, আধিকারিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনাগ্রস্ত ওয়াগন দ্রুত সরানো হচ্ছে।
বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজার দীপককুমার পাল বলেন, পিয়ারডোবা স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে বিষ্ণুপুর স্টেশনে ডাউন আরণ্যক এক্সপ্রেসকে থামিয়ে দেওয়া হয়। পরে অবশ্য তা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে পিয়ারডোবা স্টেশনে রেললাইনে কাজের জন্য মালগাড়িতে করে পাথর নামানো হচ্ছিল। এদিনও দুপুরে একটি পাথরবোঝাই মালগাড়ি আসে। বিকেলের দিকে মালগাড়িটি ধীর গতিতে লাইনে পাথর ফেলতে ফেলতে এগচ্ছিল। সেই সময় হঠাৎ মাঝের অংশের দু’টি ওয়াগন লাইন থেকে নেমে যায়। তা পাশের একটি মেন লাইন গার্ড করে দেয়। তার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন পিয়ারডোবায় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ দে বলেন, রেলে দুর্ঘটনা লেগেই রয়েছে। কখনও যাত্রীবাহী ট্রেন আবার কখনও মালগাড়িতে দুর্ঘটনা ঘটছে। রেলের সুরক্ষার দিকে সরকারের আরও নজর দেওয়া উচিত।