সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
পুরসভা জানিয়েছে, দুবরাজপুরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাজুরিয়া আদিবাসী পাড়ায় বেশ কিছুটা ফাঁকা জমি রয়েছে। স্থানীয় আদিবাসীরা এখানকার বেশ কিছু জমির মালিক। এছাড়া, একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ও বেশ কিছু সরকারি খাসজমি রয়েছে। সম্প্রতি জমি মাফিয়ারা ওই পুকুর ও জমি প্লট করে বিক্রির ছক কষেছিল। মাফিয়ারা এলাকার পুকুরটির প্রায় ৮০ শতাংশ বুজিয়ে দিয়েছিল। সেই পুকুর বুজিয়ে তা বাকি জমির সঙ্গে মিলিয়ে বিক্রির ছক কষা হয়েছিল। বিষয়টি স্থানীয় আদিবাসী ও পুর কর্তৃপক্ষের নজরে আসে।
শুক্রবার পুরসভার দু’টি ওয়ার্ডের কাউন্সিলার এবং আধিকারিকরা এলাকায় যান। এরপরই জমি মাফিয়াদের একটি আর্থমুভার আটকে রেখে সেখানকার আদিবাসী বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা পুরসভার নির্দেশকে সমর্থন জানান।
পুরসভার তরফে জমি দখলের কাজ বন্ধ করে বুজিয়ে ফেলা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি পুরসভার তরফে আমিন ঘটনাস্থলে পৌঁছে পুরো জায়গার মাপজোক শুরু করবেন। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে বলেন, পুকুর বুজিয়ে ফেলা ও সরকারি খাসজমি দখল করা বেআইনি। তাছাড়া, আদিবাসীদের জমিও কেউ নিতে পারে না। মাজুরিয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাব। -নিজস্ব চিত্র