সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
বিক্ষোভে শামিল বিজেপির জেলা যুব মোর্চার সদস্য শ্যামাপদ মণ্ডল বলেন, পঞ্চায়েতে বিজ্ঞপ্তি ছাড়া টেন্ডার হয়। টাকা না দিলে ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় না। এখানে পুরো সেটিং করে কাজ করা হয়। প্রধানের পেটোয়া ঠিকাদাররা কাজ পান। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে।ঠিকাদার অনিমেষ মণ্ডল, সমীর মণ্ডল বলেন, আগে পঞ্চায়েতে কাজের জন্য দলীয় ফান্ডের নামে ১২ শতাংশ টাকা নেওয়া হতো। বর্তমানে ৮ শতাংশ টাকা দিতে হয়। টাকা না দিলে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় না।পঞ্চায়েতের তৃণমূল সদস্য জহরলাল মণ্ডল বলেন, ঠিকাদারদের কাছ থেকে ৮ শতাংশ টাকা নেওয়ার বিষয়টি দলকে জানিয়েছিলাম। কিন্তু, কোনও কাজ হয়নি। প্রধান নিজে ঠিকাদারদের কাছে টাকা নিয়ে কাজ দেন। একই কথা বলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব মণ্ডল। তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চাই। পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অবশ্যই তদন্ত করা প্রয়োজন।
যদিও পঞ্চায়েত প্রধান মহাদেব টুডু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়ম মেনে সমস্ত টেন্ডার প্রক্রিয়া হয়। আমাদের পঞ্চায়েতে কোনও দলবাজি বরদাস্ত করা হয় না। আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। • বিজেপির বিক্ষোভ। -নিজস্ব চিত্র