পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
পুলিস সূত্রে খবর, যুবকের নাম সুকান্ত বর্মণ। পেশায় তিনি একজন শ্রমিক। শনিবার রাতে কিছু টাকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হন। অভিযোগ, লোহার রড দিয়ে প্রথমে সুকান্তকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর সব টাকা লুট করে চম্পট দেন দুষ্কৃতীরা। সুকান্তের আর্তনাদে ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। তাঁরাই সুকান্তকে সেখান থেকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। আজ, রবিবার সকালে তাঁর স্ত্রী পিঙ্কি রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।