পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
চা বাগানের ধারে থাকা গাছগুলির মধ্যে পোশাকগুলি সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেগুলিতে বিশ্ববাংলার লোগো ও পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকলেও কোনও স্কুলের নাম নেই। যদিও প্রধানের আশঙ্কা সরকারকে কালিমালিপ্ত করার জন্য দুষ্কৃতীরা এটা করেছে। এই ইউনিফর্মগুলি সপ্তম-অষ্টম শ্রেণির ছাত্রীদের বলে মনে করছেন তিনি। এবিষয়ে বিডিও অফিসের আধিকারিক রবীন সরকার বলেন, সমস্ত ঘটনাই বিডিওর কাছে রিপোর্ট করা হবে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে ইউনিফর্মগুলি গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে পুলিসের সাহায্যে তা তদন্ত করা হবে। এবিষয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে যে স্কুলের পোশাকগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি রাজ্য সরকারের দেওয়া। তবে সেগুলি দেখে বোঝা যাচ্ছে না কোন জেলা বা ব্লকের। সেগুলি বাইরে থেকে এনেও রাখা হতে পারে। আমাদের এলাকায় এক মাস আগেই নতুন পোশাক বিতরণ শেষ হয়ে গিয়েছে। তাহলে কারা এবং কোন উদ্দেশ্য নিয়ে এই পোশাকগুলি এখানে রেখেছে তা পুলিসকে জানানো হয়েছে। পুলিস তদন্ত করছে। - নিজস্ব চিত্র।