পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
এলাকার রাজ্যসড়ক থেকে ১০০মিটার কংক্রিটের রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় সুস্বাস্থ্যকেন্দ্রে। রাস্তা ঘেঁষে রয়েছে খেমচি নদীর বাঁধ। তাতে ফাঁটল ধরায় কংক্রিটের রাস্তার একাংশ ভেঙে গর্তে পরিণত হয়েছে। এতেই বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছে। সুস্বাস্থ্যকেন্দ্রে অন্তঃসত্ত্বাদের পাশাপাশি অনেকেই নানা চিকিত্সার জন্য যান। সেখানে সুগার, প্রেশার, টিবি সহ যেকোনও রোগের ওষুধ সহ আউটডোরের ব্যবস্থা রয়েছে। একইসঙ্গে ভ্যাক্সিন দিতে হলে ওই সুস্বাস্থ্যকেন্দ্রই এলাকার ভরসা। কিন্তু বাধ সাধছে এই ভাঙা রাস্তা।
মনোরঞ্জন ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মাসখানেক ধরে রাস্তাটি ফাঁটলের জেরে গর্ত সৃষ্টি হয়েছে। যেকোনওদিন বিপদ ঘটতে পারে। এনিয়ে সুস্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ পুনম ঘোষ বলেন, ইতিমধ্যে মাতৃকালীন ছুটি নিয়েছি। তবে বেহাল রাস্তা জেরে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। নকশালবাড়ি বিএমওএইচ ডাঃ কুন্তল ঘোষ বলেন, বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
বছর পাঁচেক আগে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তাটি নির্মাণ হয়। তবে রাস্তাটি কী অবস্থায় রয়েছে তা জানেন না নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিত্ ঘোষ। তিনি বলেন, বিষয়টি জানা নেই। এমনটা হলে শীঘ্রই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। যেহেতু অন্তঃসত্ত্বারা সেখানে চিকিৎসা নিতে যান, তাই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। এই ব্যাপারে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।