পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দার যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বাম আমলে ডাঙাপাড়ায় কালভার্ট নির্মাণ করা হয়। কাউয়াসুতি নদীর এই কালভার্টটির অর্ধেক অংশ ১৭ বছর আগে ভেঙে পড়ে। এরপর বেশ কিছুদিন এই কালভার্টটি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। পরবর্তীতে কালভার্টটির ভাঙা অংশে সাঁকো তৈরি করা হয়েছিল। কিন্তু কালভার্ট বেহাল হয়ে পড়ে থাকায় নগর সাহেবগঞ্জ, ১৯ বাজেজমা, বশমন সিং কুমার, ৩৯ নিজতরফ, দক্ষিণ বাজেজমা ও বোয়ালমারি সহ সংলগ্ন এলাকার মানুষ সমস্যায় পড়েছেন। কালভার্টটি ভেঙে যাওয়ায় দেওয়ানগঞ্জ হাট সহ হলদিবাড়ি শহরে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।
হরেশ দেবনাথ নামে এক স্থানীয় কৃষক বলেন, কৃষিপণ্য হাটে নিয়ে যেতে ৩ কিমি পথ ঘুরতে হচ্ছে। ফলে আরও বেশি টাকা ব্যয় হচ্ছে। আমরা চাই, দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার করা হোক। না হলে আগামী বিধানসভা নির্বাচনে গ্রামবাসী অংশ নেবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন।
জবাবে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, কালভার্টটির ওখানে সেতু তৈরির জন্য কলকাতায় কাগজপত্র পাঠিয়েছি। শীঘ্রই ওই এলাকার নতুন করে সেতু তৈরি হবে। -নিজস্ব চিত্র।