পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
ময়নাগুড়ির মাধবডাঙা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার রাজারহাট মোড়ে পঞ্চায়েত সমিতির কাজ চলছে। সাত লক্ষ টাকায় নিকাশি নালার কাজ হচ্ছে। রাজারহাট মোড়ে নিকাশি ব্যবস্থা সচল করার জন্য নালা তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার সকালে দোকান খুলতে এসে তাঁরা দেখেন, নালার কিছুটা অংশ ভেঙে রয়েছে। তাঁদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় এই পরিস্থিতি। এই কাজে নিযুক্ত এক শ্রমিক স্বীকার করেছেন, নালা নির্মাণে সিমেন্টের পরিমাণ খুব কম রয়েছে। তিনি বলেন, চার দিন আগে কাজ হয়েছিল। সেটা ভেঙেছে।
স্থানীয় বাসিন্দা কণকচন্দ্র রায়, নীরেন রায় বলেন, নালায় যে কাজ করা হয়েছে, তাতে সিমেন্টই নেই। সে কারণেই এই পরিস্থিতি। নিকাশিনালার কাজ এমনভাবে করার মানেটা কী? এটা প্রশাসনের দেখা উচিত। একেবারেই নিম্নমানের কাজ হয়েছে।
এই ব্যাপারে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় বলেন, নিম্নমানের কাজ একদম বরদাস্ত করা হবে না। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব। নিম্নমানের কাজ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ঠিকাদারকে একাধিকবার ফোন করা হলে তিনি কোনও সাড়া দেননি। বাড়িতেও তাঁর দেখা পাওয়া যায়নি।