সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
মুম্বই হামলায় নিহতদের তালিকায় ছয় মার্কিন নাগরিকও ছিলেন। ওই হামলার নেপথ্যে থাকা রানাকে ভারতে আনার লক্ষ্যে আমেরিকার কাছে আবেদন করেছিল নয়াদিল্লি। তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান-জাত মার্কিন জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিল তাহাউর রানা। মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গিদের তারা সাহায্য করেছিল। ভারত চাইছে, রানাকে এনে এদেশে বিচারের মাধ্যমে তাকে সাজা দিতে। আর তা ঠেকাতেই মার্কিন সুপ্রিম কোর্টে শেষ আইনি প্রচেষ্টায় নামল সে। রানা তার আবেদনে বলেছে, এর আগে শিকাগোর ফেডারেল কোর্টে একই ধরনের অভিযোগ থেকে সে মুক্তি পেয়েছে। ফলে তাকে ভারতে প্রত্যর্পণ করা হলে বিচারের নীতি লঙ্ঘিত হবে। শুধু তাই নয়, ভারতে বিচার হলে তাকে প্রাণদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করেছে রানা।