অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
সেনার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ান ও জম্মু ও কাশ্মীর পুলিস বৃহস্পতিবার সাতসকালে জঙ্গিদের বিরুদ্ধে সার্চ অপারেশনে নামে। চারিদিক থেকে আটকা পড়তেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই শুরু হয় এনকাউন্টার।
ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “জঙ্গিদের কাছে ভারী অস্ত্র মজুত ছিল। তা দিয়ে তাঁরা প্রথমেই সেনার উপরে হামলা চালায়। এরপর কড়া জবাব দেয় বাহিনীও। এখনও অপারেশন চলছে।”
উল্লেখ্য, এর আগেও বারবারে এনকাউন্টারে উত্তপ্ত হয়েছে ভূ-স্বর্গ। গত ২৩ নভেম্বর বারামুল্লা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অপারেশনে বারামুল্লা জেলার কুঞ্জের এলাকায় একটি জঙ্গি ঘাঁটির হদিশ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে ভারী অস্ত্র। উপত্যকায় জঙ্গি দমনে বদ্ধপরিকর ভারতীয় সেনা।