পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ইভিএমের অপব্যবহারের অভিযোগে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন প্রবীণ সমাজকর্মী বাবা আদভ। ফুলে ওয়াড়ায় তিন দিনের ধর্না শুরু করেছেন তিনি। এদিন নবতিপর সমাজকর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে সুর চড়ান শারদ পাওয়ারও। তিনি বলেন, মহারাষ্ট্রের ভোট নিয়ে মানুষের মধ্যে গুঞ্জন চলছে। তাঁরা বলছেন, ক্ষমতার অপব্যবহার হয়েছে। টাকার বন্যা বয়ে গিয়েছে। অতীতে আর কখনও এই অবস্থা তৈরি হয়নি। স্থানীয় স্তরের ভোটে কিছু ঘটনা কানে আসত। কিন্তু অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে গোটা নির্বাচন প্রক্রিয়ার দখল নিয়ে নেওয়ার ঘটনা আগে কখনও দেখা যায়নি। মহারাষ্ট্রে সেটাই হয়েছে। মানুষ এখন প্রয়াত জয়প্রকাশ নায়ারণের উদাহরণ টেনে বলছেন, কেউ তো এগিয়ে আসুক। শুনতে পেলাম ইভিএম ইস্যুতে ফুলে ওয়াড়ায় প্রতিবাদ শুরু করেছেন বাবা আদভ। তাঁর এই প্রতিবাদ মানুষের মনে আশার সঞ্চার করেছে। কিন্তু এটা পর্যাপ্ত নয়। তাই গণ বিপ্লব প্রয়োজন। ইভিএমে কারচুপির ইস্যুতে পাওয়ার বলেন, ইভিএমে কীভাবে বাড়তি ভোট যুক্ত করা যায়, কয়েকজন আমাকে দেখিয়েছেন। তবে সেই দাবির উপযুক্ত প্রমাণ এখনও আমার কাছে নেই।