পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
জিআরপির তরফে কুমার বাহাদুর সিং বলেন, অন্তত ২০০ মোটকবাইক আগুনে পুড়ে গিয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি সাইকেলও অগ্নিদগ্ধ। আগুনে পুড়ে যাওয়া বেশিরভাগ মোটরসাইকেল রেলকর্মীদের বলে জানা গিয়েছে। এক রেলকর্মী বলেন, ‘রাত ১২টা নাগাদ আমি বাইক পার্ক করেছিলাম। কয়েক ঘণ্টা পর একজন আমাকে এসে বলেন যে, পার্কিং এলাকা দাউদাউ করে জ্বলছে। অন্তত দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।