পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
শনিবার রাজ্যের বিরোধী দলনেতা মাতা প্রসাদ পান্ডের নেতৃত্বে সম্ভলে পৌঁছয় দলটি। তবে সম্ভল জেলাপ্রশাসন বহিরাগতদের প্রবেশে ও যে কোনও রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে শনিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকার কথা ছিল। তবে পরিস্থিতির কথা চিন্তা করে সেটি বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই কারণে শনিবার সম্ভলে ঢুকতে পারেননি সপা নেতারা। এরপরই সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন সপা সুপ্রিমো। অখিলেশ লিখেছেন, ‘এভাবে কাউকে ঢুকতে না দেওয়া সরকারের ব্যর্থতার পরিচয়। পরিস্থিতি সামাল দিতে যে সরকার ব্যর্থ, তা স্পষ্ট। বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ন্যায়বিচার আসবে না।’ অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতাও। তিনি বলেন, ‘আমাদের কোনও লিখিত নোটিস দেওয়া হয়নি। নোটিস পেলে আমরা নিশ্চয়ই ওখানে যেতাম না। জাস্টিস কমিশন ওখানে যাচ্ছে, মিডিয়া পৌঁছচ্ছে, আমরা গেলেই গোলমাল হবে? ’ বিজেপির মুখপাত্র মণীশ শুক্লা অবশ্য বলেছেন, ‘মাতাপ্রসাদ পান্ডে সহ সমাজবাদী পার্টির অন্য নেতাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা সেখানে যেতে পারবেন।’ সম্ভলে হিংসায় মদত দেওয়ার অভিযোগে সমাজবাদী পার্টি সাংসদ জিয়াউর রহমান বরক ও বিধায়ক ইকবাল মাহমুদের ছেলে সোহেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিস। তাঁদের খোঁচা দিয়ে বিজেপি মুখপাত্র বলেন, ‘সমাজবাদী পার্টির উদ্দেশ্য সৎ কি না, সন্দেহ রয়েছে।’ এই আবহে কংগ্রেস নেতা অজয় রাই জানিয়েছেন, ২ ডিসেম্বর হাত শিবিরের প্রতিনিধি দল সম্ভলে যাবে।