পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
দিল্লির বিধানসভা নির্বাচন কার্যত দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার শুরুও করে দিয়েছে আপ এবং পদ্ম শিবির। কেজরিওয়ালের দল তো আরও একধাপ এগিয়ে বেশ কয়েকটি আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে। যদিও দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট শনিবার পর্যন্ত ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন বাঙালি মহল্লার জন্য আপ এবং বিজেপি দু’দলই আলাদাভাবে বিশেষ নির্বাচনী কৌশল নিতে চাইছে। আর এক্ষেত্রেই কিছুটা হোঁচট খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।
দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চিত্তরঞ্জন পার্ক, গ্রেটার কৈলাস, কালকাজি, গোবিন্দপুরীর মতো একাধিক স্থানে ভোটের সময় বাংলার নেতাদের উপর অনেকটাই ভরসা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওইসব এলাকায় পথসভা, পদযাত্রা, চায়ে পে চর্চার মতো একাধিক কর্মসূচির ব্যাপারে সাধারণত ভারপ্রাপ্ত বাংলার নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এবার তা কিছুটা পাল্টাতে পারে বলে মনে করা হচ্ছে।
দলের অন্দরের খবর, বাংলা থেকে বাছাই করা গুটিকয়েক নেতাকে দিয়েই দিল্লির অল্প কয়েকটি বাঙালি এলাকায় প্রচার করাতে চাইছেন নাড্ডারা। পাশাপাশি জানা যাচ্ছে, বাঙালি অধ্যুষিত একটি বা দু’টি কেন্দ্রে বাঙালি প্রার্থী দেওয়া নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি। যদিও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।