পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
পুলিস সূত্রের খবর, শচীন এলাকার পালি গ্রামে খেতের মধ্যে থাকা আবর্জনায় আগুন লাগানো হয়েছিল। আগুনের কাছেই খেলছিল দুর্গারা। বিষাক্ত গ্যাস শরীরে যেতেই শুরু হয় বমি। দেখতে দেখতে প্রত্যেকে অজ্ঞান হয়ে যায়। শচীনের পুলিস ইনসপেক্টর জে আর চৌধুরীর কথায়, ‘আগুনের আশেপাশে খেলার মাঝে পাঁচজন শিশু অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে এমনটা হয়েছে।’ সুরাত সিভিল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেতন নায়েক জানান, কয়েকজন আইসক্রিম খেয়েছিল। আইসক্রিম থেকেও বিষক্রিয়া হয়ে থাকতে পারে।