পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
কিন্তু, কেন এই পদক্ষেপ? মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, সর্পাঘাতের ঘটনা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব স্নেকবাইট এনভেনমিং ফ্রম ইন্ডিয়া বাই ২০৩০’ কর্মসূচি চালু করেছে। এর অধীনে ২০৩০ সালের মধ্যে সর্প দংশনে মৃত্যুর ঘটনা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচি যথাযথ রূপায়ণের জন্য নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। সেকারণেই এই নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। প্রসঙ্গত, ‘নোটিফায়েবল ডিজিস’-এর তালিকায় নাম রয়েছে কলেরা, ডিপথেরিয়া, এনসেফেলাইটিস, প্লেগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবি, এইডসের মতো রোগ। এবার ওই তালিকায় জায়গা করে নিল সর্প দংশন ও তার জেরে মৃত্যুর ঘটনাও।