সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
বেলা ৩টে পর্যন্ত গণনা অনুসারে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১টি সিটের মধ্যে ৫৫টি কেন্দ্রে এগিয়ে রয়েছে ইন্ডিয়া গোষ্ঠী। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে মাত্র ২৫টি আসনে। অন্যরা এগিয়ে ১টি আসনে। ফলে ইন্ডিয়া জোটের জয় যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা আর বলার অপেক্ষা থাকে না।
ইন্ডিয়া জোটের মধ্যে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এগিয়ে ৩৩টি আসনে ও কংগ্রেস শিবির এগিয়ে রয়েছে ১৬টি আসনে। এছাড়াও, আরজেডি এগিয়ে রয়েছে ৫টি আসনে এবং সিপিআইএমএল মাত্র ২টি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, এনডিএ জোটে বিজেপি ২১টি আসনে এগিয়ে থাকলেও, জেডিইউ ও এলজেপআরভি মাত্র ১টি করে আসনে লিড রাখতে সক্ষম হয়েছে। ফলে ভরাডুবি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। ৪১-এর ম্যাজিক ফিগার পার করেছে ইন্ডিয়া। যার নিট ফল, জনতা জনার্দনের রায় মেনে হেমন্ত সোরেনের কাছেই থাকতে চলেছে ঝাড়খণ্ডের কুর্শি।