সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
ইউএসবিআরএল প্রকল্পে মোট ১১৯ কিমি রেলপথ তৈরি হচ্ছে। এই পথে ৩৮টি টানেল থাকবে। তার মধ্যে একটির দৈর্ঘ্য ১২ কিমিরও বেশি, যা সারা দেশে দীর্ঘতম পরিবহণ টানেল। এছাড়া এই রেলপথে ৯২৭টি সেতুও রয়েছে। তার মধ্যে একটি বিশ্বের উচ্চতম রেলসেতু চেনাব ব্রিজ। ২০০৯ সালে প্রথম জম্মু ও কাশ্মীরে রেল চলাচল শুরু হয়। সেই সময় বারামুলা থেকে কাজিগুন্দ পর্যন্ত ট্রেন চলত। এরপর ২০১৩ সালে কাজিগুন্দ থেকে বানিহাল, ২০১৪ সালে উধমপুর থেকে কাটরা রেলপথ চালু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বানিহাল থেকে সাঙ্গালদান পর্যন্ত রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রভনীত সিং বিট্টু সম্প্রতি গোটা প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন। তাঁর দাবি, জানুয়ারি মাসে রেলপথ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী রেল। এই প্রকল্প চালু হলে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে। ফাইল চিত্র