সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রথমদিন শোকপ্রস্তাব জ্ঞাপন করেই মুলতুবি। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর আলোচনা রয়েছে। কৃষি, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত একটি রিপোর্টের উপর আলোচনা হবে ২৮ তারিখ। গুরুত্বপূর্ণ হল, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে একটি প্রস্তাব আসছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গৃহীত কেন্দ্রীয় প্রকল্পসহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। সেজন্য কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকার জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হচ্ছে।
অন্যদিকে, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু সংক্রান্ত একটি প্রস্তাবও আনছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা-লন্ডন বিমান আগে চলত। দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। সেটা ফের চালু করার জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে দাবি জানাবে রাজ্য। তার আগে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় সরসরি বিমান চালুর বিষয়ে একটি প্রস্তাবের উপর আলোচনা হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যাত্রীদের স্বার্থে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা প্রয়োজন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক তকমা রয়েছে। তার এই গৌরব অক্ষুণ্ণ রাখতেই প্রয়োজন কলকাতা-লন্ডন এবং বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন। এজন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে আবেদনও করা হবে। এদিকে, শিশুর শৈশব সুরক্ষা সংক্রান্ত একটি প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেটি রাজ্য আইন দপ্তরে গিয়েছে। তারা পর্যালোচনা করবে এবং প্রয়োজনবোধে পাঠাবে রাজভবনে। ছাড়পত্র মেলার পরই বিধানসভায় আলোচনা হবে তার উপর। এছাড়া ওয়াকফ বিষয়েও একটি প্রস্তাব আনছে শাসক পক্ষ, অধিবেশনে তার উপর আলোচনা হবে।