সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তির বিরুদ্ধে ইডির চার্জশিট ইতিমধ্যেই গ্রহণ করেছে নিম্ন আদালত। কিন্তু নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। হাইকোর্টে চিদম্বরমের আইনজীবীদের বক্তব্য, যে সময় ওই অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। জনসেবায় জড়িত থাকায় চার্জশিট গ্রহণ করে বিচারের প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি নেননি বিশেষ ইডি বিচারক। যদিও হাইকোর্টে চিদম্বরমের এই যুক্তির বিরোধিতা করে ইডি। তাদের পাল্টা বক্তব্য, যে পদক্ষেপের জন্য চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার সঙ্গে তাঁর সরকারি দায়িত্বের কোনও সম্পর্ক নেই।