অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
এদিকে রাজ্য প্রশাসনে আইএএস এবং আইপিএস আধিকারিক পর্যায়ে কিছু রদবদল হয়েছে। আইপিএস আধিকারিক রাজেশ কুমার কারাদপ্তরের প্রধান সচিব হচ্ছেন। পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব আইএএস আধিকারিক রোশনি সেনকে। তিনি মৎস্য দপ্তরের দায়িত্বেও থাকবেন। পরিবেশ দপ্তরের প্রধান সচিব ছিলেন রাজেশ কুমার। হিডকোর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পেলেন আইএএস শশাঙ্ক শেঠি। তিনি পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদে ছিলেন। ওই পদে গেলেন আইএএস অভিষেক তেওয়ারি। ইয়েলুচুরি রত্নাকর রাও অপ্রচলিত বিদ্যুৎ দপ্তরের সচিব হয়েছেন।