পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
সদ্য অনুষ্ঠিত উপ নির্বাচনে ওয়েনাড় থেকে চার লাক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা। এই সুযোগ দেওয়ার জন্য আরও একবার স্থানীয় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের পাশে থাকবেন। সংসদের তুলে ধরবেন সাধারণ মানুষের দাবি-দাওয়া। এদিনের জনসভা থেকে রাজ্যের বাম সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের শ্রদ্ধা জানিয়ে এদিন বক্তব্য শুরু করেন রাহুল। বলেন, ‘আমরা সরকারে নেই। তাই রাজ্য প্রশাসন যে কাজ করতে পারে, তা আমরা করতে পারি না। তাই আমার বোন প্রিয়াঙ্কা, কে সি বেণুগোপাল সহ সমস্ত কর্মীদের কাছে আমার আর্জি, অবিলম্বে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করুন। তাহলেই ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যাবে।’ কয়েকমাস আগেই ভয়াবহ ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রাণহানির পাশাপাশি ভিটেমাটি ছাড়া হয়েছেন বহু মানুষ।